
নবীণা
কখনো কি নিজেকে খুঁজেছো
সদ্য ফোটা গোলাপে
অগনিত মৌপোকার গুঞ্জণে
সুবাসিত সংলাপে ।
নবীণা
কখনো কি দেখেছো ভেবে
দুর থেকে ভেসে আসা ঢেউ, সাগর তীরে
বারে বারে দিয়ে যায় চুমি
হারায় অতল গভীরে ।
নবীণা
কখনো কি শিউলী কুড়িয়েছো
দেখেছো কি তার বুকের ক্ষত
ভোর হতে না হতেই তার স্বপ্নরা
ঝরে পড়ে অবিরত ।
নবীণা
কখনো কি রাতের আকাশ দেখেছো
তার বুকে জ্বলে লক্ষ তারা
তবুও বেদনার নীল রঙে তার সাজ
দিগন্ত হারা ।
নবীণা
কখনো কি আমায় দেখেছো
উত্তাল ঝরে নিশ্চুপ প্রকৃতি
প্রতিকুল জোয়ারে ভেসে ভেসে
বুক ভরা অনুকুল আরতি ।
১৩টি মন্তব্য
রেজওয়ানা কবির
নবীনা আপনার লেখার কোনকিছুই দেখে নি।ঐ জন্যই সে ওপাশ হয়ে দাঁড়িয়ে আছে।কিন্তু আমি সব দেখেছি।ভালো লাগল ভাইয়া। শুভকামনা।
কামরুল ইসলাম
নবীণা না দেখুক, আপনি তো দেখেছেন,
তাতেই স্বার্থক ।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
হা হা হা।নবীনা শুধু অপরাধী। নবীন হলেও তাই করত।
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন , মুগ্ধতা রেখে গেলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার হয়েছে ছন্দগুলো। নবীনারা দেখে না , বুঝেনা সত্যিকারের ভালবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা,
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
ভালো লাগলো, নবীনা কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
রোকসানা খন্দকার রুকু
কেউ যখন কাউকে ভুলে যায় আর তাকে ফিরে দ্যাখে না।
ভালোবাসার নিয়মই এমন কারও চলে যাওয়া, কারও জন্য অপেক্ষা।
শুভ কামনা। শুভ সকাল।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু