
নদী,তুমি কখনো উদ্বেল জলে
কখনোবা বালিয়াড়ি ভরে
কখনো তোমার জল নিয়ে যায় গাঁয়ের বধু!
কখনো শোকাহত প্রেমিকার
মতো হৃদয়ে জাগে তোমার হাহাকার!!
নদী তো নারীর মতো
সোহাগের ফেনা ছড়ায়
তার স্তব্ধতা অবাধ অতল রহস্যাবৃত!!
জলগুলো ঢেউ দিয়ে আঁকে
না বলা কথার ছবি!
তোমার প্রেমের মতো অনির্বচনীয়!!
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বর্ষণ নদীতে প্রবল ঢেউ
দুকূল ছাপিয়ে,
প্রমত্তা ঢেউ তুলে-খুবলে নেবে
সবই, রাতের আধারে!!
আরজু মুক্তা
আবারও নতুন সূর্য ওঠে। নতুন ভোর শুরু হয়।। নতুন কর্মচঞ্চলতা জাগে।।নদীও জীবনের মতো বহমান।
জিসান শা ইকরাম
নদী ও নারী সমার্থক- এমন কথা লিখে গিয়েছেন অনেক কবি লেখক,
আপনিও লিখলেন।
কবিতা ভালো হয়েছে।
কবিতা পড়ুন বেশী বেশী।
আরজু মুক্তা
ধন্যবাদ। ভালো লাগলো জেনে খুশি হলাম।।।
তৌহিদ
বাহ! লেখার হাত খুলে যাচ্ছে!! বেশ ভালো লিখেছেন আপু। তবে নারী রহস্য উন্মোচন খোদ বিধাতাও সে ক্ষমতা মানুষকে দেননি।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আল্লাহ ভালো বলতে পারবেন।।
দোয়া করবেন।।সাহিত্যের সবগুলো শাখায় যেনো বিচরণ করতে পারি।
তৌহিদ
অবশ্যই দোয়া করবো আপু। আপনি একদিন সোনেলার মান হবেন ইনশাআল্লাহ।
শামীম চৌধুরী
এবার আমার আর কোন ভয় নেই নদী নিয়ে। সাঁতার না জানলেও নদীকে ভরসা করা যায়। কারন সে নারীর ভালোবাসায় আগলে রাখবে আমাকে।
খুব সুন্দর কবিতাটি।
আরজু মুক্তা
নারীর হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ।।
শুভকামনা
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছেন ভালো লাগলো খুব।
আরজু মুক্তা
শুভকামনা
রেহানা বীথি
নদী… নারী, আহা চমৎকার লিখলেন
আরজু মুক্তা
শুভকামনা আপি
ইঞ্জা
খুব সুন্দর লিখলেন আপু।
আরজু মুক্তা
শুভকামনা
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
সাবিনা ইয়াসমিন
নদী কে প্রায়ই নারীর সাথে তুলনা করা হয়, তাহলে নদ কে নরের সাথে তুলনা করে লিখলে কেমন হয় ?
যেমন,
নদ তুমি কখনো প্রলয়
কখনো ধীর-গভীর,
কখনো অশান্ত ,
কখনো বা অতল অরিন্দম..
শুভ কামনা , ভালো থাকবেন 🌹🌹
আরজু মুক্তা
আপু লিখা যাবে।।সুন্দর ও হবে।।
আপনি কমেন্ট এ দুটা গোলাপ দেন এ দুটি গোলাপ আমার পছন্দ।
দালান জাহান
নদী তো নারীর আরেক অবয়ব । সুন্দর লিখেছেন।
আরজু মুক্তা
শুভকামনা