- আসুক যতোই ঘাত প্রতিঘাত
আসুক যতোই ঝড়
দেশের জন্য লড়বো মোরা
করবো নাকো ডর।
- আপন দেশে পরের শাসন
মানবো না’রে ভাই
আপন দেশে আপন শাসন
করতে মোরা চাই।
- আপন দেশে পরের বিধান
মানতে কষ্ট হয়
পর তাড়াতে লড়তে হবে
যোগ্য নেতা কয়।
- দেশকে মুক্ত করতে হবে
দেশই হলো মা
তার গর্ভে যে জন্ম মোদের
মোরা যে তার ছা।
- মনে আছে ভাই যাদের ডর
থাকবে দাস তাই
ঐক্য গড়ো বাঙালি সব
অন্য উপায় নাই।
রচনাকালঃ
০৫/০৭/২০২১
৪+৪/৪+১
৪৪১জন
৩৮৯জন
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাবনা গুলো ভালো লাগলো। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।
অনন্য অর্ণব
চমৎকার ছড়া কবিতা। দেশপ্রেম এমনই হওয়া উচিত। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মনির হোসেন মমি
চমৎকার দেশপ্রেমময় কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
হালিমা আক্তার
চমৎকার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনবদ্য মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দেশ প্রেমের সুন্দর প্রকাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ