বিষন্ন আকাশে ঘোর অন্ধকার লাগা মেঘ,
দূর থেকে হাত বাড়িয়ে পূর্নিমা পেতে চাই
লক্ষ তারার ভীড়,
আমি আমার তারাটি খুঁজি।
খোলা মাঠে শুয়ে,
আকাশে সব কাছের মানুষ গুলো দেখি।
দূ…….র থেকে দূরে!
চোখ বন্ধ করে নেই সামান্য অবকাশ,
আমার আমি বলে কিছু নেই!
সিগারেটের সুখ টানে ধোঁয়ায় উড়তে দেখি স্বপ্ন,
কুয়াশার মতো ভেসে বেড়ায় চোখের সামনে।
নিজের কোন ঘর নেই।
সুখ পাওয়া বা দুঃখ লুকাবার কোন যায়গা নেই!
সাদা মেঘে ঘর খুঁজি
রাত হতেই তা কালো হয়ে যায়।
ঘোর আমাবস্যায় নিকষকালো লাগে সব
আরেকটু অপেক্ষায় কাটে সময়
আমাদের আবার দেখা হবে, প্রিয়জন!
আমিও একটি তারা হবো।
সামনের আমাবস্যা কিংবা পূর্নিমায়।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
মনোরম লেখা । মুগ্ধ হলাম লেখায়
সিকদার সাদ রহমান
ধন্যবাদ ভাইজান
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভব কবি দা
সুপর্ণা ফাল্গুনী
চোখ বন্ধ করে নেই সামান্য অবকাশ,
আমার আমি বলে কিছু নেই!
সিগারেটের সুখ টানে ধোঁয়ায় উড়তে দেখি স্বপ্ন,
কুয়াশার মতো ভেসে বেড়ায় চোখের সামনে।
খুব ভালো লাগলো। স্বপ্নগুলো এভাবেই দূর আকাশে উড়তে থাকে। ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সিকদার সাদ রহমান
ধন্যবাদ প্রিয়জন। ঈদ মোবারক।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ সূপর্না দি। ঈদ শেষ আগামী ঈদের শুভেচছা সিক্ত হইতে চাই।
প্রদীপ চক্রবর্তী
আমাদের আবার দেখা হবে, প্রিয়জন!
আমিও একটি তারা হবো।
সামনের আমাবস্যা কিংবা পূর্নিমায়।
কবিতা পূর্ণতা আসুক কবি দাদা।
সিকদার সাদ রহমান
তাহলে তো ভাই মরতে হবে!!
নিতাই বাবু
আকাশ পানেই সুখ খুঁজে বেড়াই। সুখের দেখা পাই না, দেখা মেলে আকাশের সাদা মেঘ। তা দেখেই মনটাকে শান্তনা দিয়ে রাখি।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
সিকদার সাদ রহমান
ভালবাসা রইলো দাদা। আপনার মন্তব্য উৎসাহ যোগাবে লিখতে।
তৌহিদ
আপনার সকল চাওয়া পূরণ হোক এটাই প্রার্থণা। জানেনইতো আশার ভেলায় বৈঠা চালিয়ে এগিয়ে যেতে হয় নতুন ভোরের সূর্যের আলোয় অপেক্ষায়।
ভালো থাকুন ভাই।
সিকদার সাদ রহমান
হ ভাই, আশা লইয়া বাইচা আছি। মরলেও আশা ছাড়ুম না। বাঁচলে বাড়ি গাড়ির আশা মরলে জান্নাত চাইবার আশা
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো ভাইয়া।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ রুকু,
আপনি সুন্দর একটা খুকু