
দুস্ট ছেলে তোর প্রেম ফুরিয়ে যাবে
দুপুর গড়িয়ে বিকেল এলে,
চামড়া কুঁচকানো প্রেতাত্মার ছায়া পড়বে যখন
বর্ষীয়সী গালের তিলে।
ভোলাসনে আর মায়ার ইন্দ্রজালে,
দুষ্ট ছেলে, মোহে ভুলে খেলার ছলে,
মাঘের শীতে অবেলায় গলাঅব্দি ভেজালে,
পড়তে হবে হুপিং কাশির কবলে।
তোর চাই পৌষালী খড়ের ওম,
অশীতিপরের মনে ও হিম।
দুষ্ট ছেলে তোর নাক টিপলে দুধ গলে,
প্রেমের কি বুঝিস? কতটা দহনে যাচ্ছি জ্বলে!
এদিকটায় বড্ড খোয়াসা তুই বরং নরম রোদে যা;
তোকে উজ্জীবনী শক্তি দিবে পথ দেখাবে।
দুস্ট ছেলে তোকে আমার মনে থাকবে!
ভাবালুতা ছেড়ে এবার পথে আয় নেমে,
মর্ত্যে নরক হাসে মাতাল প্রেমের আফিমে।
আমি স্বর্গলোভী, নিরাপদ দুরত্ব নিয়ে সদা ভাবি,
দুষ্ট ছেলে তুই সম্মুখে বাতাবীলেবুর গন্ধ পাবি ।
শাস্ত্রের শেকলে বাঁধলেই কি আমার হবি?
না রে এ জনমে আমি শুধু আমারই।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু ভাল থাকবেন
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ লিটন দা।
ভালো থাকবেন
মনির হোসেন মমি
অসম প্রেম খুবই কম হয় হলেও টিকে কম। আবেগী প্রেম অন্ধ ভাল মন্দ সে কি বুঝবে।
কঠিন বাস্তবতা।সুন্দর কবিতা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মমি ভাইয়া।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। হাসতে হলো! দুষ্টু ছেলে আসলে পাকা খেলুরে,, তাইতো মাঘের শীতে ভেজালো। আহারে কি শীত! আর কষ্ট!
কষ্টের হলেও হাসতে হলো, দুষ্টু ছেলেদের প্রেমেই বারবার মন পরতে চায়, কেন যে??
খাদিজাতুল কুবরা
না
বন্ধু শেষতক কিছু হবেনা আমাদেরকে দিয়ে।
তুমি হাসছ আমি ঝেড়ে কাশছি। আমাদের দৌড় এতটুকুই।
ভালো থেকো প্রিয়
দীপার ডায়েরি
দুষ্টু ছেলে মোহাবিষ্ট হয়ে
অসম প্রেমে উন্মাদ হলে
এভাবেই শুধরে নিতে হবে
সুন্দর লিখেছেন
খাদিজাতুল কুবরা
একদম ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ সাথে থাকবেন।
হালিমা আক্তার
আমি শুধু আমারই। দুষ্ট ছেলের সাধ্য কি আমাকে প্রেমে ভাসাবে। ক্ষণিকের মোহ তার কেটে যাবে ক্ষণিকের ভুল। মিছে মায়ায় আবিষ্ট হবো না কভু। যদি ডুবে যাই কভু সাগরের তীরে। খুব সুন্দর লিখেছো।
খাদিজাতুল কুবরা
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।
আপনি ঠিকই বলেছেন। মোহ থেকে নির্মোহ হতে কতক্ষণ!