দুর্বৃত্ত্বের উল্লাস

স্বপ্ন নীলা ৩১ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ০৫:১০:২৮অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

বাতাসে আজ রক্তের গন্ধ
রোহিঙ্গা পাড়ায় চলছে সুচি বাহিনীর তান্ডব
জ্বলছে বাড়ি, পুড়ছে মন, মারছে মানুষ
মানুষের আর্ত চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ
’আমাদের হত্যা করো না, আমাদের প্রতি সদয় হও
আমরা ভিটে মাটি ছেড়ে চলে যাব চিরতরে
চলে যাব দূরের কোন দেশে, যে দেশে মানুষ মানুষকে ভালবাসে
আমরা বলবো না তোমাদের অত্যাচারের কথা, প্রাণে মের না আমায়”
বাতাস কাঁদে, গাছ কাঁদে, বাড়ির পশুপাখি কাঁদে, শুধু কাঁদে না কিছু হায়েনা মানুষ
গ্রামের পর গ্রাম জ্বলছে, আগুনের লেলিহান শিখায় তপ্ত হচ্ছে আকাশ
বাতাসে আজ লাশের গন্ধ, রোহিঙ্গা পাড়ায় চলছে মানুষ মারার উৎসব।

রহিমার শাড়ির আঁচল খামছে ধরে দুর্বৃত্ব
রহিমার দেহ করেছে ছিন্নভিন্ন, দূরে চলছে দুর্বৃত্ত্বের উল্লাস
বাতাসে আজ মানুষ পোড়ার গন্ধ, নিজ ভূমে মানুষ আজ পরবাস।

নয় বছরের শিশু দেখে মায়ের ধর্ষণ, বাবাকে হত্যা করার বীভৎস্য দৃশ্য
আতংকিত শিশু দৌড়ে পালায়, পিছন ফিরে দেখে ফেলে আসা বাড়ি, মা বাবার দেহ
চিৎকার ধ্বনিত হয় আকাশে বাতাসে, চোখের পানি গড়িয়ে পড়ে চোয়ালে, আজ সে এতিম এই দুনিয়ায়
কুকুরের ঘেউ ঘেউ শব্দে থমকে দাঁড়ায়, হায়েনার হাতে দেখে রাম দা
কচি পায়ে জোরসে দৌড়, মিশে যায় মানুষের ভিড়ে, যারা চলেছে নামহীন কোন গন্তব্যে।

২২ সেপ্টেম্বর,২০১৭

৬০৭জন ৬০৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ