বাতাসে আজ রক্তের গন্ধ
রোহিঙ্গা পাড়ায় চলছে সুচি বাহিনীর তান্ডব
জ্বলছে বাড়ি, পুড়ছে মন, মারছে মানুষ
মানুষের আর্ত চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছে জনপদ
’আমাদের হত্যা করো না, আমাদের প্রতি সদয় হও
আমরা ভিটে মাটি ছেড়ে চলে যাব চিরতরে
চলে যাব দূরের কোন দেশে, যে দেশে মানুষ মানুষকে ভালবাসে
আমরা বলবো না তোমাদের অত্যাচারের কথা, প্রাণে মের না আমায়”
বাতাস কাঁদে, গাছ কাঁদে, বাড়ির পশুপাখি কাঁদে, শুধু কাঁদে না কিছু হায়েনা মানুষ
গ্রামের পর গ্রাম জ্বলছে, আগুনের লেলিহান শিখায় তপ্ত হচ্ছে আকাশ
বাতাসে আজ লাশের গন্ধ, রোহিঙ্গা পাড়ায় চলছে মানুষ মারার উৎসব।
রহিমার শাড়ির আঁচল খামছে ধরে দুর্বৃত্ব
রহিমার দেহ করেছে ছিন্নভিন্ন, দূরে চলছে দুর্বৃত্ত্বের উল্লাস
বাতাসে আজ মানুষ পোড়ার গন্ধ, নিজ ভূমে মানুষ আজ পরবাস।
নয় বছরের শিশু দেখে মায়ের ধর্ষণ, বাবাকে হত্যা করার বীভৎস্য দৃশ্য
আতংকিত শিশু দৌড়ে পালায়, পিছন ফিরে দেখে ফেলে আসা বাড়ি, মা বাবার দেহ
চিৎকার ধ্বনিত হয় আকাশে বাতাসে, চোখের পানি গড়িয়ে পড়ে চোয়ালে, আজ সে এতিম এই দুনিয়ায়
কুকুরের ঘেউ ঘেউ শব্দে থমকে দাঁড়ায়, হায়েনার হাতে দেখে রাম দা
কচি পায়ে জোরসে দৌড়, মিশে যায় মানুষের ভিড়ে, যারা চলেছে নামহীন কোন গন্তব্যে।
২২ সেপ্টেম্বর,২০১৭
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
রহিমার শাড়ির আঁচল খামছে ধরে দুর্বৃত্ব
রহিমার দেহ করেছে ছিন্নভিন্ন, দূরে চলছে দুর্বৃত্ত্বের উল্লাস
বাতাসে আজ মানুষ পোড়ার গন্ধ, নিজ ভূমে মানুষ আজ পরবাস। (y)
স্বপ্ন নীলা
কেমন আছেন মনির ভাই, অনেকদিন পরে ব্লগ বাড়িতে এলাম——অনেক অনেক শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
দেশ ও বিশ্ব থেকে আজ সব মানবতা, আদর্শ, নিতি, উঠে অন্যায় আজ সর্বত্র ঘুরপাক খাচ্ছে। কি করা যায় কি হবে ভাবি মাঝে মাঝে। -{@
স্বপ্ন নীলা
আমিও মাঝে মাঝে ভাবি, মানবতা আজ ধুলায় লুটায়, আমাদেরকে এক হতে হবে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে — মানবতার জয় হোক —
মোঃ মজিবর রহমান
আমাদেরকে এক হতে হবে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে — মানবতার জয় হোক —
সে প্রত্যাশা রাখি আপু।
স্বপ্ন নীলা
আপনার প্রত্যাশাগুলো যেন প্রতিধ্বনিত হয়ে সকল মানুষের মনে প্রতিফলন ঘটে — অনেক অনেক দোয়া রইল
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল শুভেচ্ছা ।
অপার্থিব
যে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কবিতার একটা খুবই শক্তিশালী গুরুত্ব আছে। প্রতিবাদী কবিতা লিখতে কবিকে একটা সাহসী প্রতিবাদী চরিত্রের অধিকারী হতে হয়, সব দল মতের ঊর্ধ্বে উঠে একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি ধারন করতে হয় । আমাদের দেশের অনেক কবির মধ্যেই সেটার অভাব, অনেকের আজ রোহিঙ্গাদের জন্য প্রাণ কাঁদছে আবার বাংলাদেশে যখন হিন্দু বৌদ্ধ নির্যাতিত হয় তখন এদের অনেকেই আবার বালিতে মাথা গোঁজে । আশা করি ভবিষ্যতে শুধু রোহিঙ্গা ইস্যু নয় , অন্য যে কোন ইস্যু নিয়েও প্রতিবাদী কবিতা লেখার চেষ্টা করবেন।
স্বপ্ন নীলা
খুবই সুন্দর ও গঠণমূলক মন্তব্য করেছেন, আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা গ্রহণ করবেন। আমার হৃদয় সব মানুষের জন্য — আমি নির্যাতিত মানুষের পাশে — আমি দরিদ্র মানুষের পাশে, আমার হৃদয় মানুষের জন্য কাঁদে — সকল মানুষের চামড়ার নীচে ধমনীতে লাল রক্ত বয়ে যায় —- মানুষ মানুষের জন্য এগিয়ে আসুক —-
নীলাঞ্জনা নীলা
অপার্থিবের মন্তব্যের সাথে একমত।
ভালো লিখেছেন।
স্বপ্ন নীলা
নীলা দি ! আসা করি ভাল আছেন, কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো —
নীলাঞ্জনা নীলা
নিয়মিত লিখুন। ভালো থাকুন।