দুটি কাব্য//

বন্যা লিপি ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:৩৪:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

বৃক্ষের ইতি….//

 

নিয়তির মত সেঁধিয়ে ছিলাম আপন রক্তকোষের অভ্যন্তরে। জেগে ওঠা অঙ্কুরের মত বোধ যখনই উঁকি দিতে চাইল ! তখনও আলস্যি ছাড়তে চাইলনা চোখের পাপড়ি। যত্রতত্র কালসাপের কিলবিলে আনাগোনা বাঁচিয়ে টেনেটুনে জোড় কদমে পা চলছিলো বেশ ।

জড় থেকে টান মেরে উপড়ে নিতে চাইল বোধের কড়াগন্ডা।

হতবিহ্বলতায় এখন নিত্য ঝরছে হৃৎপিণ্ডের কালো রক্তের স্রোত।

ফিনকি দিয়ে ছুটছে বেগতিক তাড়ায়।

ফুরিয়ে আসছে কেবলই পরিপক্কতার অভাব রেখেই একটা গোটা অ-পরিপক্ক জীবনবৃক্ষের ইতিকথা।

 

ঝুল বারান্দা….//

 

একেকটা সকাল -সন্ধ্যের কাছে জমা পড়ে আছে সহস্র শব্দের ঋণ।

অহংকারী একাকীত্বের কাছে নিরন্তর পাওনা রেখে রেখে হাঁটছে সময়ের সময়ের পেন্ডুলাম।

কথা ছিলো,  নক্ষত্রের তৃষ্ণা মেটাবার।যেখানে ঝুল বারান্দা দৃষ্টি বিছিয়ে রেখেছে খররোদে ভেজা আকাশটার দিকে।

অগনিত অক্ষরের দায়বদ্ধতা এড়বার কী বিভৎস কসরৎ চলছে দিন-রাত!

রক্তাক্ত ফুসফুস দম নিয়ে যাচ্ছে প্রতি দিনলিপির কাঠগড়ায়।

এলোমেলো ভোঁতা অনুভূতির সরেজমিন চাষ করে, ফিরে এসে দেখি

এখনো রয়ে গেছি পুরোনো বইয়ের ভাঁজ করা পৃষ্ঠার মাঝখানে।

৭৮৩জন ৬২৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ