বৃক্ষের ইতি….//
নিয়তির মত সেঁধিয়ে ছিলাম আপন রক্তকোষের অভ্যন্তরে। জেগে ওঠা অঙ্কুরের মত বোধ যখনই উঁকি দিতে চাইল ! তখনও আলস্যি ছাড়তে চাইলনা চোখের পাপড়ি। যত্রতত্র কালসাপের কিলবিলে আনাগোনা বাঁচিয়ে টেনেটুনে জোড় কদমে পা চলছিলো বেশ ।
জড় থেকে টান মেরে উপড়ে নিতে চাইল বোধের কড়াগন্ডা।
হতবিহ্বলতায় এখন নিত্য ঝরছে হৃৎপিণ্ডের কালো রক্তের স্রোত।
ফিনকি দিয়ে ছুটছে বেগতিক তাড়ায়।
ফুরিয়ে আসছে কেবলই পরিপক্কতার অভাব রেখেই একটা গোটা অ-পরিপক্ক জীবনবৃক্ষের ইতিকথা।
ঝুল বারান্দা….//
একেকটা সকাল -সন্ধ্যের কাছে জমা পড়ে আছে সহস্র শব্দের ঋণ।
অহংকারী একাকীত্বের কাছে নিরন্তর পাওনা রেখে রেখে হাঁটছে সময়ের সময়ের পেন্ডুলাম।
কথা ছিলো, নক্ষত্রের তৃষ্ণা মেটাবার।যেখানে ঝুল বারান্দা দৃষ্টি বিছিয়ে রেখেছে খররোদে ভেজা আকাশটার দিকে।
অগনিত অক্ষরের দায়বদ্ধতা এড়বার কী বিভৎস কসরৎ চলছে দিন-রাত!
রক্তাক্ত ফুসফুস দম নিয়ে যাচ্ছে প্রতি দিনলিপির কাঠগড়ায়।
এলোমেলো ভোঁতা অনুভূতির সরেজমিন চাষ করে, ফিরে এসে দেখি
এখনো রয়ে গেছি পুরোনো বইয়ের ভাঁজ করা পৃষ্ঠার মাঝখানে।
১৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
দুটোই খুব অসাধারণ যেনো এক ভাবনার ছোঁয়া কবি আপু
বন্যা লিপি
এইতো বুঝতে শুরু করেছেন। ধন্যবাদ লিটন ভাই।
সুপায়ন বড়ুয়া
“রক্তাক্ত ফুসফুস দম নিয়ে যাচ্ছে
প্রতি দিনলিপির কাঠগড়ায়।”
যেমনি দিন কেটে যায়
সময়ের ঘড়ির কাটায় কাটায়।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
জিসান শা ইকরাম
*পরিপক্কতার অভাব থাকলে এই উপলব্দি আসে কিভাবে? অতএব অভাব নেই। জীবনটাই এমন।
**নক্ষত্রের তৃষ্ণা মেটে না সহজে।
অনেক ভালো কবিতা।
শুভ কামনা।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ দাদা
বন্যা লিপি
গোলমাল হয়ে গেলো…..
সুপায়নদাদার রিপ্লাই এই ঘরে চলে এলো।
@জিশান শা ইকরাম
মন্তব্যে অনুপ্রানিত।
শ্রদ্ধাসহ শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
কথা তো কতকিছুরই থাকে! কিন্তু হয়ে ওঠেনা।
অসাধারন কথামালা। শুভ কামনা রইল। শুভ সকাল।
বন্যা লিপি
হুম…..মন্তব্যে ধন্যবাদ রইলো।
প্রদীপ চক্রবর্তী
প্রতিটা শব্দ খুবি ভাবার্থ।
ভালোলাগা রেখে গেলাম,দিদি।
বন্যা লিপি
ধন্যবাদ দাদাই।
আরজু মুক্তা
জীবন বৃক্ষ তো অপরিপক্ক হয় না! ও তো সবসময় আদর্শ ঝড় বৃষ্টি বাদলে কিংবা খরতাপে। চোখ শ্মশান হলে, ঐরকম আকাঙ্খার বৃষ্টি আশা করে।
বন্যা লিপি
জীবন বৃক্ষ অপরিপক্ক তখনই হয়, যখন বৃক্ষ হয় উপমা। খরতাপের তৈরী যে চোখ…. সে চোখ আজীবন বর্ষা প্রতাশী। কি চমৎকার মন্তব্য করেন আপনি। ভালবাসা অবিরাম।
আরজু মুক্তা
আর অতীত বরাবরি বেরসিক টেনেটুনে ঐ মাঝ পৃষ্ঠায় নামাবে।
শুভকামনা
বন্যা লিপি
মাঝপৃষ্ঠা থেকে উৎরানোই যায়না! এ বড় বিভিষিকার প্রহসন। শুভ কামনা।
আরজু মুক্তা
ঠিক বলেছেন ফুপি
সুপর্ণা ফাল্গুনী
জীবনটাই যে এমন তৃষ্ণা মেটে না কিছুতেই। অপরিপক্কতা নয় এটা আমাদের মনের খোরাক যা অতৃপ্ত ই রয়ে যায় হাজার সুখেও। সুখ তো আপেক্ষিক। তাকে তো বাধা যায় না, অনুভব করতে হয়। অতীত এভাবেই পিছু টেনে ধরে , মনটাকে অস্থি্র করে তুলে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
বন্যা লিপি
রুনা লায়লার মত গাইতে ইচ্ছা করে…..সুখ তুমি কী বড় জানতে ইচ্ছা করে…..আমার জানতে ইচ্ছা করে…. শুভ কামনা ছোটদিভাই।