
যৌবন অঙ্গার হলে বার্ধক্যের ধারে
বইবো বিধ্বস্ত দেহ বহ্নিমান শ্বাসে,
হারলে স্বপ্নিল প্রেম কলঙ্কের দ্বারে
বিক্ষত প্রত্যয়ে রবো অশনির পাশে।
সজীব ব্যস্ততা গেলে মরুদ্যানে থেমে
ভঙ্গুর আস্থার বুকে বাঞ্ছা দিবো সঁপি,
কর্তব্যের তীব্র ঘাতে ক্লান্তি এলে নেমে
অতৃপ্তি যা চষে যাবো কুণ্ঠাহীনে জপি।
দুরন্ত শৈশব তবু নিবো আমি লুটে
নিষ্পাপ ক্রন্দন ধারা এ হৃদয়ে যাচি,
পালাবো ইস্কুল থেকে শত বাঁধা টুটে
বাঁশরী উঠলে হৃদে অনুভবে নাচি।
বৈশাখী মেলায় যাবো ভেবে কথা পাকা,
রাখিস মা বেঁধে যদি অঞ্চলে দু’টাকা।
(সকলের প্রতি রইল বাংলা নববর্ষের
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা অনন্ত)
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
দুই টাকা নিয়ে মেলায় যাবো। একটাকার বাতাসা একটাকার খই কিনব। নববর্ষের শুভেচ্ছা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
’শুভ নববর্ষ’
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সজীব ব্যস্ততা গেলে মরুদ্যানে থেমে
ভঙ্গুর আস্থার বুকে বাঞ্ছা দিবো সঁপি — দারুন শব্দমালায় গেঁথে দিলেন মনের অভিলাষ।
শুব নববর্ষ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।