দিবা নিশি

কামাল উদ্দিন ৬ জুন ২০২০, শনিবার, ০৪:২৭:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

করোনায় মানব জীবনের কঠিন এই ক্ষণে
কিছু মানুষ জীবনকে আরো কঠিন করার দৃঢ় প্রত্যয়ে
জান বাজি রেখে চাপিয়ে দিচ্ছে সব অন্যের উপর।

তারপর সেই অন্যজন জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ছুটছে নিরন্তর
মুক্ত হতে হবে ওদের বন্ধন থেকে যেকোন উপায়ে কারণ,
বেঁচে থাকার শেষ উপায় যে এটিই তার কাছে।

বাড়ির শহরে করোনার রেড সিগন্যাল জ্বলে উঠতে পারে যখন-তখন
তাই তো ছোটা দ্বিগুণ গতিতে দিবা নিশি।

৭৩১জন ৬০৭জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ