দিদি আমার

সঞ্জয় মালাকার ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০১:৫১:২৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

দিদি আমার,,

আয় দিদি আয়,আমার ধারে
আলোর বেনু লয়ে,
তোর হাসিটা রাখবো আমার
হৃরদয় মন্দিরে!
দিদি তোর পাগল করা মুখের হাসি
সুধাই ভরে প্রান,
তোর চরণের দুলা দিদি
ভুলায় আমার দুঃখ অভিমান!

দিদি আয় ছুটে আয় আমার ধারে
একটা গল্প শোনা,
চাওয়া পাওয়া মিটিয়ে দিদি
তোর আদরে রাখনা?
দিদি দূর্গা পূজো কালি পূজো
চলে কতো পার্বণ,
তবুও দিদি চাওয়া পাওয়ার
হয় না যেনো বারণ !!

দিদি আশিস কিন্তু ফোঁটা দিতে
আমায় দিতে আদর,
সে আশাতেই বছর কাটে
বছর গেলো কয়েক,
দিদি তোর আদরে একটা ফোঁঁটা
আমায় দিস শুধু !!

সঞ্জয় মালাকার!

৬২৬জন ৫৩৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ