দিক হারানো

মনির হোসেন মমি ৫ নভেম্বর ২০১৬, শনিবার, ১১:৫৯:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ, সমসাময়িক ১০ মন্তব্য

14938168_10207160569480833_6801313079275556783_nআমি কোন দিকে যাই
উত্তরে-দক্ষিণে বর্ডার আতংক
পূর্বে নেই সীমানা বাহির
পশ্চিমে জল সীমানা অথৈই সাগর।

আমি কোন দিকে যাই
যদি আমি স্বাধীনতা চাই
রক্ত দিতে হবে,
যদি আমি সৎ পথে চলি
অসৎ শকুনেরা আকড়ে ধরবে।

আমি কোন দিকে যাই
ভাবি,
অসৎ পথে না গেলে যে
আমার  লগ্নি উঠা দায়।

আমি কোন দিকে যাই
ভোট এলে ভোট দেবো কেনো
যোগ্য প্রার্থী কই,
সবার মিছিলেতেই সূর উঠে
ফুলর মতো চরিত্র,
পক্ষান্তরে
নিজ স্বার্থকে দেখিতে পাই ।

আমি কোন দিকে যাই
লোকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই
তবে শুধু,
হিন্দুই কেনো পুড়ে হবে ছাই।

আমি কোন দিকে যাই
নীতি কথা ভীতি গ্রস্থ
সত্যের বাণী অন্ধকারে,
জাত গেলো বলে ধর্মের লড়াই
কোন ধর্ম কি বলে ভিন ধর্মে
চলো,আঘাত চালাই!।

আমি কোন দিকে যাই
জন্মান্তরের সহোদরের মন ভাঙ্গে
ভাঙ্গে আত্বার খোদা
তবুও বেহায়া রাষ্ট্র বলে,
এ তোমার-আমার
সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র যে ভাই।

লজ্জা আমার এ লজ্জা তোমার
লজ্জা মুক্তি যোদ্ধার
এমন তো ছিলো না কথা
দেশকে ভালবেসে আকড়ে থাকার।

আমি কোন দিকে যাই
আমার আজন্ম কেটেছে তাহাদের সাথে
রক্ত মিলিয়ে দেখো
ধর্মের কি আছে ভাগ?
আছে কি মনুষের গায়ে লেখা
কে হিন্দু কে বা মুসলমান!
আমি কোন দিকে যাই,মানুষ হয়ে মানুষকে
কেমনে করি জবাই!।

আমি কোন দিকে যাই
রাষ্ট্রের কুকুর লেলিয়ে দিচ্ছে
নীতি কথা আর বাক স্বাধীনতায় বাধা
আমি কোন দিকে যাই
পুড়ছে ঘর পুড়ছে জনতা,
ভাঙ্গছে গাড়ী ভাঙ্গছে বাড়ী
ধর্ষণ চলছে অহরহ,
নেই প্রতিকার রাষ্ট্র বেকার
মহৎ লোকের দেখা কই পাই!
আমি কোন দিকে যাই
সব হারিয়ে দিক খুজে না পাই।

৪৭৭জন ৪৭৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ