আমি কোন দিকে যাই
উত্তরে-দক্ষিণে বর্ডার আতংক
পূর্বে নেই সীমানা বাহির
পশ্চিমে জল সীমানা অথৈই সাগর।
আমি কোন দিকে যাই
যদি আমি স্বাধীনতা চাই
রক্ত দিতে হবে,
যদি আমি সৎ পথে চলি
অসৎ শকুনেরা আকড়ে ধরবে।
আমি কোন দিকে যাই
ভাবি,
অসৎ পথে না গেলে যে
আমার লগ্নি উঠা দায়।
আমি কোন দিকে যাই
ভোট এলে ভোট দেবো কেনো
যোগ্য প্রার্থী কই,
সবার মিছিলেতেই সূর উঠে
ফুলর মতো চরিত্র,
পক্ষান্তরে
নিজ স্বার্থকে দেখিতে পাই ।
আমি কোন দিকে যাই
লোকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই
তবে শুধু,
হিন্দুই কেনো পুড়ে হবে ছাই।
আমি কোন দিকে যাই
নীতি কথা ভীতি গ্রস্থ
সত্যের বাণী অন্ধকারে,
জাত গেলো বলে ধর্মের লড়াই
কোন ধর্ম কি বলে ভিন ধর্মে
চলো,আঘাত চালাই!।
আমি কোন দিকে যাই
জন্মান্তরের সহোদরের মন ভাঙ্গে
ভাঙ্গে আত্বার খোদা
তবুও বেহায়া রাষ্ট্র বলে,
এ তোমার-আমার
সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র যে ভাই।
লজ্জা আমার এ লজ্জা তোমার
লজ্জা মুক্তি যোদ্ধার
এমন তো ছিলো না কথা
দেশকে ভালবেসে আকড়ে থাকার।
আমি কোন দিকে যাই
আমার আজন্ম কেটেছে তাহাদের সাথে
রক্ত মিলিয়ে দেখো
ধর্মের কি আছে ভাগ?
আছে কি মনুষের গায়ে লেখা
কে হিন্দু কে বা মুসলমান!
আমি কোন দিকে যাই,মানুষ হয়ে মানুষকে
কেমনে করি জবাই!।
আমি কোন দিকে যাই
রাষ্ট্রের কুকুর লেলিয়ে দিচ্ছে
নীতি কথা আর বাক স্বাধীনতায় বাধা
আমি কোন দিকে যাই
পুড়ছে ঘর পুড়ছে জনতা,
ভাঙ্গছে গাড়ী ভাঙ্গছে বাড়ী
ধর্ষণ চলছে অহরহ,
নেই প্রতিকার রাষ্ট্র বেকার
মহৎ লোকের দেখা কই পাই!
আমি কোন দিকে যাই
সব হারিয়ে দিক খুজে না পাই।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কোথাও না যাওয়ার দল খুঁজে পেলে জানান দিয়েন,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কেনো আপনি কি নতুন দলের নেতা নাকি।তাহলে মন্দ নয় অন্ততঃ একটু হলেও বট বৃক্ষের ছায়া পাবো।ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
থিক তাই কোন দিকে যাই সব দিকেই বাজেয়াপ্তরা ঘিরে ধরে আছে দেশটাকে।
অরুনি মায়া অনু
সব পথ রুদ্ধ হলে নিজেকেই পথ খুঁজে নিতে হবে। জীবন সেতো থেমে থাকবেনা। বয়ে যাবেই।
ব্লগার সজীব
আমাদের কোনো দিক নেই ভাইয়া। এমন স্বাধীন দেশের স্বপ্ন কি বংগবন্ধু দেখেছিলেন? 🙁
ইঞ্জা
কিছুই বলার নেই ভাই, এই দেশ জাহান্নাম হয়ে গিয়েছে। 🙁
মিষ্টি জিন
সব পথ রুদ্ধ , নিজেকেই নিজের পথ বের করতে হবে।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই কোনোদিকে পথ নেই বাংলাদেশের মালাউনদের।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই বলছেন
এ দেশের কর্তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বহু দূরে চলে গেছে।শুধু আপনারা নয় আমরাও কম কষ্টে নেই যা ছিলো শৈশব কৈশর যৌবনের আনন্দের উৎস তা আজ বিভক্ত।
এছাড়াও দেখুন কত কি ঘটল
রানা প্লাজা ট্র্যাজেডি
অহরহ ধর্ষণ
ব্লগার লেখক প্রকাশক হত্যা
জঙ্গি হামলা
সব গুলোই বিচার তদন্তের নামে সেই ফালানীর মতো ঝুলে আছে।
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছেন মনির ভাই। একসময় এই শ্লোগান ছিলোনা, “ধর্ম যার যার, উৎসব সবার।” কে কোন ধর্মের জানতেও পারতাম না। ডাকনামেই চেনা হতো। এ কেমন আধুনিকতা যেখানে মানবতা নর্দমার জলে গড়াগড়ি খায়?