
কেউ কোনদিন চায়নি ভালো
এই অভাগা জাতির
সবাই সাধু-দুর্নীতি বাজ করে টাকার সাথে খাতির,
মহামারী দুর্যোগে মরছে কত মানুষ
ত্রাণের ভান্ডার করছে খালি
লুটছে অমানুষ!
বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ
নেতারা সব খোঁশ মেজাজে
বুলি আওরায় বেশ;
এটা আছে, ওটা আছে, মোটেও তো নাই কিছু-
দুস্হ গরীব অসহায় ছাড়ছেনা অভাব পিছু।
অলি-গলি লকডাউন আমরা খাবো কি?
দিনমজুরের মাথায় হাত অনাহারে বন্দী,
সরকার দিলো ত্রান নেতারা নিলো কেড়ে-
আবার অন্ন খোঁজে বের হলে
প্রশাসন আসে তেড়ে;
ঘরেই আছিস ঘরেই থাক ঘরেই যা মরে-
তুই গরীব দাসের দল হাজার বছর ধরে।
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গরীবরা এভাবেই রয়ে যাবে, থেকে যাবে। ওদেরকে ইস্যু করে সবাই শোডাউন করছে, করবে। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিইবা করতে পারছি। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
চারিদিকেই দূর্নীতিবাজ, অসহায় শ্রমিক, দিনমজুরদের দিকে আমরা অনেকেই নজর দিচ্ছিনা। অথচ নিজ উদ্যোগেই আমাদের তাদের জনয় এগিয়ে আসতে হবে এখন।
ভালো থাকবেন ভাই।
আতা স্বপন
করোনয় মরছে মরুক
জনসংখ্যা কমুক
নেতার সব চুরি করুক
অনহারে মানুষ মরুক
জনসংখ্যা কমুক
মরছে মরুক
বিবেকের পোক
ইঞ্জা
বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ
নেতারা সব খোঁশ মেজাজে
বুলি আওরায় বেশ;
এটা আছে, ওটা আছে, মোটেও তো নাই কিছু-
দুস্হ গরীব অসহায় ছাড়ছেনা অভাব পিছু।
দুঃখজনক, সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“বিশ্ব কাঁপছে করোনায়, আতংকে পুরো দেশ
নেতারা সব খোঁশ মেজাজে
বুলি আওরায় বেশ;
এটা আছে, ওটা আছে, মোটেও তো নাই কিছু-
দুস্হ গরীব অসহায় ছাড়ছেনা অভাব পিছু। “
সুন্দর বললেন। ব্যতিক্রম ও আছে।
খারাপ টা বলে ভালটাকে অপমান করা যায় না।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
এমনি করেই প্রতিনয়তো শোষকের কাছে শোষিত হয় গরিব অসহায় দুস্থ মানুষ। এই বিপর্যয়েও তাই এর ব্যতিক্রম হচ্ছে না।
চমৎকার লিখেছেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
কেউ বিপদে আর কেউ বিপথে।
জাকিয়া জেসমিন যূথী
কবিতাটা খুবই সুন্দর। কিন্তু ছন্দপতন আছে। বইতে প্রকাশের সম্ভাবনা হলে একটু ভাববেন এটা নিয়ে।
আর যে ছবি দিয়েছেন ভাইয়া, বুকের ভেতরে মোচড় দেয় কষ্ট।
ভালো থাকবেন।
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে।