দহন

শান্ত চৌধুরী ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ০৩:২৩:৩৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

নির্ঘুম রাত জাগা
বাতাসে ভাসমান-গ্লানির দহন।
তখনও যৌবনের নগ্নতায়
প্রত্যাশার ঢেউ প্লাবন।
দহন ক্লেদে ভেসে
ইচ্ছের পরিসমাপ্তি।

প্রিয়তমার উষ্ণদেহ
শুভ্রতা মেখে নিরূদ্দেশ।
ললাটে লেপটে থাকা
তপ্ত প্রণাম।
প্রিয়তমা।

উন্মাদ ইচ্ছে গুলো
গহন রাত্রিতে চুমু খায় জানালায়
নক্ষত্র বিনিদ্র চোখ
আমার দহনে পূড়ে প্রেমার্দ্র
দহন।

৭৫১জন ৭৫৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ