শহরে হাটার সময় নিজ দায়িত্বে হাটবেন। নালা নর্দমায় পড়ে গেলে বা তলিয়ে গেলে কোনো কর্তৃপক্ষ এজন্য দায়ী নয়। অসতর্ক বা শহরে হাটার অযোগ্য নাগরিকদের হাটা শেখানো কর্তৃপক্ষের কাজ নয়। ফুটপাত দিয়ে হাটুন। ফুটপাত বেদখল হয়ে গেলে রাস্তা দিয়ে হাটুন। রাস্তায় হাটতে গেলে গাড়ির তলায় পিষ্ট হলে বা আহত হলে কর্তৃপক্ষ দায়ী নয় মোটেও। নিজ দায়িত্বে ট্র্যাফিক আইনসহ বিভিন্ন আইন কানুন শিখুন। শহরে চলার মতো নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুন। মোদ্দা কথা শহরে থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকে নিতে শিখুন। অযথা অহেতুক বিভিন্ন কর্তৃপক্ষকে দায়ী করা থেকে বিরত থাকুন। যদি বেঘোরে প্রাণ যায় তবে মনে করবেন আল্লাহ্র মাল আল্লাহ্ নিয়ে গেছেন। সুনাগরিকের মতো ভদ্র সভ্য ও সৌজন্যভাবে বসবাস করুন। একজন জননেতা বলেছিলেন – উন্নয়নের প্রসব বেদনা ভোগ করতে হবে। অতএব অন্যের গলদ দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকুন। ভদ্র সভ্য সুশীল সুনাগরিক হয়ে নিজেদের মধ্যে ত্যাগের মনোভাব গড়ে তুলুন। মনে রাখা উচিৎ — ত্যাগেই শান্তি !
১০টি মন্তব্য
আরজু মুক্তা
নিজে সচেতন না হলে কিছুই সম্ভব নয়।
আসুন, নিজে সচেতন হই, অন্যদেরকেও করি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ আপা — “নিজে সচেতন না হলে কিছুই সম্ভব নয়।
আসুন, নিজে সচেতন হই, অন্যদেরকেও করি”।
সুস্থ আর ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
কত ত্যাগে কত শান্তি তা কিন্তু বলেন নি। আহা ত্যাগ, তলিয়ে যাওয়াও একটি বড় ত্যাগ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ত্যাগ মানে নালায় তলিয়ে যাওয়ার মতো হত্যা নিয়ে উচ্চবাচ্য না করা। মেনে নেয়া। ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
নিজ নিজ দায়িত্বে নিজেকে চালাতে হবে, রাখতে হবে। কারো কিছু হলে কেউ আগাবে না, দোষ স্বীকার করবে না। এটাই এখনকার বাস্তবতা। ভালো থাকুন নিরাপদে থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি আপনি সুন্দরভাবে সবকিছু বলেই দিয়েছেন — ‘নিজ নিজ দায়িত্বে নিজেকে চালাতে হবে, রাখতে হবে। কারো কিছু হলে কেউ আগাবে না, দোষ স্বীকার করবে না। এটাই এখনকার বাস্তবতা’। — শুভ কামনা রইল।
হালিমা আক্তার
অতিরিক্ত বৃষ্টিতে পানি জমে যাওয়া। এজন্য প্রশাসন যেমন দায়ী। আমাদের মত সাধারণ জনগণের কিছুটা দায় বদ্ধতা আছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে নালা-নর্দমা খালগুলো করে ফেলি। ম্যানহোলের ফাঁক দিয়ে ময়লা ফেলে। আমি দেখে তো অবাক।
শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ সহমত পোষণ করছি — “অতিরিক্ত বৃষ্টিতে পানি জমে যাওয়া। এজন্য প্রশাসন যেমন দায়ী। আমাদের মত সাধারণ জনগণের কিছুটা দায় বদ্ধতা আছে”।
শুভ কামনা রইল।
সাবিনা ইয়াসমিন
হুম, একদম সুশীল নাগরিক হয়ে থাকতে হবে, যেখানে,যার সাথে যাই ঘটুক, অথবা নিজের সাথে, তবুও কাউকে প্রশ্ন করে বিব্রত করা যাবে না। গর্তে ডুবে মরে যাওয়ার আগপর্যন্ত হাসিমুখে বলতে হবে ❝আজ্ঞে জাহাপনা, দোষ আমার-ই!❞
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু দুঃখজনক হলেও সঠিক বলেছেন — “গর্তে ডুবে মরে যাওয়ার আগপর্যন্ত হাসিমুখে বলতে হবে ❝আজ্ঞে জাহাপনা, দোষ আমার-ই!❞
প্রীতিময় শুভেচ্ছা রইল।