
প্রিয়, আজ রাতে তোমায় দিলাম ছুটি ~
শহর জুড়ে ঘুমিয়ে থেকো, বন্ধ নয়ন দুটি ~
মন জুড়ানো, প্রাণ হারানো, কথা মালা থাক ~
কুয়াশা ঘেরা চাঁদটা আজ, যাক ডুবে যাক ~
শিউলী গুলো পড়ুক ঝরে, ভোরের আলোর মুখে ~
প্রভাত বেলা স্বপ্ন কুড়াবো, অন্য রকম সুখে ~
একটি রাত কাটিয়ে দাও আজ, শীতল প্রেমের ঘুমে ~
হিম বাতাসে হাছনার ঘ্রাণ , স্বপ্নে যাবে চুমে ~
আমি না হয়, মেঘ গুনে গুনে, রাত্রি দিবো পাড়ি ~
জোনাক পোঁকার আলো দেখবো, অন্ধকারে সারি সারি ~
ভোরের আলোয় ঘুম ভাঙে যদি, দেখবে আমি জেগে ~
ভালবাসার অষ্ঠপ্রহর, সাজিয়েছি পুস্পরাগে ।।।
রচনা কাল ঃ ২৫/১২/১৯
ঢাকা ।
৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির ছোঁয়ায় বেশ প্রাণবন্ত উপহার ।
বেশ ভালোলাগা রেখে গেলাম পাতায়।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
ফয়জুল মহী
অসাধারণ উপলব্ধি।
শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু