তোমাকে ভেবে ভেবে যে ফুল ফুটে
সে ফুলের সু-ঘ্রাণ আমার নাকে লাগে।
মাধকতাময় সে গন্ধ…
রাত্রির আধারে আমি চুপিচুপি যাই সে ফুলের কাছে।
সদ্য ফুটেছ তুমি – এখনো আড়মোড়া ভাঙেনি।
অবাক নয়নে তাকিয়ে থেকে বলো –
প্রেমিক এতো রাতে কেনো এলে?
কেনো মনে বাড়ালে জ্বালা।
তুমিতো জানোই, আমার ঘরের বাহিরে যেতে মানা।
তবুও কেনো এলে!
কেনো প্রেমের সুভাস তোমার চোখে লুকালে?
আমি চুপ করে থাকি,
যেভাবে চুপ হয়ে যায় প্রেমিক তার প্রেমিকার আলিঙ্গনে।
আমি শুধু দেখি তোমার অশ্রু সজলা আঁখি।
তোমার পাপড়িতে মাখিয়ে দেই আমার পরশ।
তারপর তুমি আরো বিকশিত হও,
উন্মাদ হয় পত্র-পল্লব।
সু-ঘ্রাণ ছড়িয়ে পড়ে গোটা শর্বরীর বুকে।
তোমাকে ভেবে ভেবে যে ফুল ফুটে,
সে ফুলের সু-ঘ্রাণে প্রেমিক মৃত্যু হাতে নিয়ে
সে ফুলের বুকেই ছুটে।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
সুন্দর রোমান্টিক কবিতা।ভাল লাগল।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
মোঃ মজিবর রহমান
শুধু ছুটে যায় তোমারি ফুটন্ত বুকে।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালোবাসা জানবেন।
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং। নিয়মিত আসুন পোষ্ট করুন।
সুপর্ণা ফাল্গুনী
২৪ ঘন্টা পার না হলে আরেকটি লেখা না দেবার জন্য বিনীত অনুরোধ করছি। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ ব্লগিং
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
এমনটি দ্বিতীয় বার হবেনা।
আলমগীর সরকার লিটন
সুন্দর হয়েছে
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
প্রেম আর প্রেমিকের টান এমনই হবার কথা। কবিতা ভালো লাগলো। শুভ কামনা অশেষ।
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন।
সতত ভালোবাসা জানবেন।
হালিমা আক্তার
সুন্দর রোমান্টিক কবিতা। ভালো লাগলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
ভালো থাকবেন।