তোমার জন্য

আতা স্বপন ২৬ মে ২০২০, মঙ্গলবার, ১১:১৯:৩১পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আধার অমানষায় দিপ্ত শিখা তুমি
উড়ালী বিড়াল প্রানের ছন্দ তুমি
মুখোড়িত চলার পথের স্বারথি তুমি
প্রিয় বান্ধব আমার, তোমার তুলনা শুধু তুমি

তোমার পরশে হাসে অবনী
তোমায হেরিয়া কাটে রজনী
অনন্ত অম্বরে সুর রাগীনি
তরুলতায় শ্যামল তটিনি।

জোছনায় চন্দ্রিমায়
নেশার অতিমাত্রায়
গৃহত্যাগী সন্নাসী অরণ্যে হারায়
দিবা নিশী তোমারই বন্দনায়।

তোমার জন্য আমার কবিতা লেখা
কলম আর কাগজের কাটাকুটি খেলা
আত্মমগন উদাসী হলাম
কাজে আসে হেলা।

ভাবি আজ হয়ে যাবে কিছু একটা
রবিন্দ্রনাথ কিংবা নজরুল
ভুল! কি অস্বাভাবিক ভাললাগা ভুল।।

৫৭৫জন ৪৩৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ