
আধার অমানষায় দিপ্ত শিখা তুমি
উড়ালী বিড়াল প্রানের ছন্দ তুমি
মুখোড়িত চলার পথের স্বারথি তুমি
প্রিয় বান্ধব আমার, তোমার তুলনা শুধু তুমি
তোমার পরশে হাসে অবনী
তোমায হেরিয়া কাটে রজনী
অনন্ত অম্বরে সুর রাগীনি
তরুলতায় শ্যামল তটিনি।
জোছনায় চন্দ্রিমায়
নেশার অতিমাত্রায়
গৃহত্যাগী সন্নাসী অরণ্যে হারায়
দিবা নিশী তোমারই বন্দনায়।
তোমার জন্য আমার কবিতা লেখা
কলম আর কাগজের কাটাকুটি খেলা
আত্মমগন উদাসী হলাম
কাজে আসে হেলা।
ভাবি আজ হয়ে যাবে কিছু একটা
রবিন্দ্রনাথ কিংবা নজরুল
ভুল! কি অস্বাভাবিক ভাললাগা ভুল।।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন লাগলো। তোমার জন্য কবিতা লেখা, তুমি হাসলে জগৎ হাসে । তার জন্যি তো সব , সে যে বড় বান্ধব। শুভ কামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
রবীন্দ্রনাথ বা নজরুল হতে হবে
এমন কোন কথা নয়।
আমাদের আছে কবি আতা স্বপন
সেতো কম কথা নয়।
ভাল থাকবেন।
আতা স্বপন
আমি ভাই কবিতা লিখার চেষ্টা করি। হয় কিনা জানিনা। কবিতা লিখার চেষ্টায় রত তাই আমরা হলাম ছায়া কবি। রবিন্দ্রনাথ নজরুল ওনারা আমাদের গুরু। ধন্যবাদ
ফয়জুল মহী
অনন্য লেখা। অপরিসীম ভালো লাগলো।
আতা স্বপন
ভালো লাগার জন্য ধন্যবাদ
সুরাইয়া পারভীন
এই তোমার জন্যই কতোকিছু করা
এই তুমিটাকেই কতো কিছু ভাবা
এই তুমি ছিলে বলেই অজস্র শব্দের
সংযোগে কতশত কবিতা, গল্প লেখা
চমৎকার লিখেছেন
আতা স্বপন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
সোনেলা কবিদের জন্য সাইট হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
শুভ কামনা।
আতা স্বপন
ভালতো। কবিদের জয় হোক! কবিতার জয় হোক………………..ধন্যবাদ
মাহমুদুল হাসান
সুন্দর।
আতা স্বপন
ধন্যবাদ
কামাল উদ্দিন
ভালোলাগার মানুষের জন্য সব কিছুই করা যায়, করে মনে তৃপ্তি পাওয়া যায়।
আতা স্বপন
আসলেই তাই। ধন্যবাদ