
বরাবরই যাচ্ছে বেড়ে প্রতিদিনের নির্ভরতা ~
রোজ নামচায় নিচ্ছে কেড়ে সময়ের বারতা ~
আকাশ কেমন, মেঘ গুলো কি মেলছে তার ডানা ~
শরতের গোধুলী, কেমন সাঝে, তা ও হয় জানা ~
রান্না ঘরে চুড়ির আওয়াজ, টিপ কলে পড়া জল ~
সুর হয়ে বাজে প্রাণে, মুঠো ফোনের আদল ~
মেঘলা আকাশ, বিষণ্ণতায় ভার, একলা প্রহর গুনে ~
নকশী কাঁথায় সুই সুতো আর বুকে স্বপ্ন বুনে ~
অলস সময় যাচ্ছে কেটে, পাশে থাকার গল্পে ~
দূরত্বটা গুটিয়ে আসে, এক মুহুর্তের কল্পে ~
বেলা অবেলা হৃদয়ের টানে, নিচ্ছো তুমি খোঁজ ~
আমি ও যে প্রতিক্ষায় থাকি, তোমার জন্য রোজ ।
রচনা কাল ঃ ২৬/০৯/২০২০
ঢাকা
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এতো বড় ছবি!!
এডিট করুন প্লিজ। ব্লগের অন্যান্য ফিচার ছবি গুলো দেখুন। ছবিটি সুন্দর একটা সাইজে এনে দিন।
কামরুল ইসলাম
আপু, ব্লগ থেকেই তো নিয়েছি ছবিটা,।
ধন্যবাদ আপনাকে
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অননুভূতির ছুঁয়া কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ফয়জুল মহী
খুব সুন্দর মনোমুগ্ধকর লেখা।।পাঠে অপার মুগ্ধতা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রেজওয়ানা কবির
লেখাটি ভালো লাগল কিন্তু সাবিনা আপুর সাথে একমত ছবিটির সাইজ ঠিক করতে হবে।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
শামীম চৌধুরী
আমিও প্রতীক্ষায় রইলাম পরবর্তী কবিতার জন্য।
কামরুল ইসলাম
প্রতিক্ষায় থাকেন, অবশ্যই নিয়মিত পাবেন,
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
আরজু মুক্তা
কবিতা ভালো লেগেছে
কামরুল ইসলাম
ধন্যবাদ