তোমাকে

সাখিয়ারা আক্তার তন্নী ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:১২:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

তুমি থাকো,
তোমার শুদ্ধ অভিজত্য…..
তুমি থাকো অন্য কারো সীথিঁর সিদুরে,
অন্য হাতের বাজু বন্ধ হয়ে……
নতুবা ঠুনকো শাখা,পালা হয়ে
আমি না হয় লোহার বাধানো নোয়া হবো……
তোমার প্রতিক্ষায় প্রদীপ জ্বালবো আমার অসূচী চিলে কোঠায়…………..

আমি ফিরে চললাম
আমার আলোক রোসনায় ভরা অসূচী ভূবনে…………………
তুমি আমার চোখে ভালবাসা দেখেছ,
তুমি আমার ছল ধরেছ……….
আমার মন অপবিত্র,
তাই আজ আমার দেহ অপবিত্র…..
আমি আজ কোঠা বাড়ীর গহনায় মোরা
নষ্ট আলোর চন্দ্রমূখী………
আর তুমি,
দূর আকাশের তারা…………

আমার নিজেরে লুকানোর ছলাকলা
সবি তোমার জানা……..
কিন্ত বাবু,জানোত
পৃথীবীর শুদ্ধতম ভালবাসা
কোঠা বাড়ীর প্রতিটি ইটের গাথুনিতেই গাথা……
কোঠা বাড়ীর ঘুঙ্গুর জানে,
তার ঝংকারে কত না পাওয়ার যন্রনা সুর তোলে…….

  1. হাজারো চোখ,
    শত-সহস্র স্বপ্নের অপঘাতে মিত্যু…..
    ঠিক রাত্রি যখন মধ্যভাগ
    সুখ তখন ছিবলে খায় শুকুন…….

হাজার আলোর রসনাই
হাজার কান্নার মাঝেও,
সেই পরিচিত আদলের ছায়া দেখা………
তারি নাম যদি হয় ভালবাসা,
তবে আমি তোমায় আমার অসূচী ভালবাসায় হ্নদয় মন্দরি ঈশ্বর আসনে প্রতিস্থাপন করলাম।

১০৯৫জন ৯৯৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ