
তুমি থাকো,
তোমার শুদ্ধ অভিজত্য…..
তুমি থাকো অন্য কারো সীথিঁর সিদুরে,
অন্য হাতের বাজু বন্ধ হয়ে……
নতুবা ঠুনকো শাখা,পালা হয়ে
আমি না হয় লোহার বাধানো নোয়া হবো……
তোমার প্রতিক্ষায় প্রদীপ জ্বালবো আমার অসূচী চিলে কোঠায়…………..
আমি ফিরে চললাম
আমার আলোক রোসনায় ভরা অসূচী ভূবনে…………………
তুমি আমার চোখে ভালবাসা দেখেছ,
তুমি আমার ছল ধরেছ……….
আমার মন অপবিত্র,
তাই আজ আমার দেহ অপবিত্র…..
আমি আজ কোঠা বাড়ীর গহনায় মোরা
নষ্ট আলোর চন্দ্রমূখী………
আর তুমি,
দূর আকাশের তারা…………
আমার নিজেরে লুকানোর ছলাকলা
সবি তোমার জানা……..
কিন্ত বাবু,জানোত
পৃথীবীর শুদ্ধতম ভালবাসা
কোঠা বাড়ীর প্রতিটি ইটের গাথুনিতেই গাথা……
কোঠা বাড়ীর ঘুঙ্গুর জানে,
তার ঝংকারে কত না পাওয়ার যন্রনা সুর তোলে…….
হাজার আলোর রসনাই
হাজার কান্নার মাঝেও,
সেই পরিচিত আদলের ছায়া দেখা………
তারি নাম যদি হয় ভালবাসা,
তবে আমি তোমায় আমার অসূচী ভালবাসায় হ্নদয় মন্দরি ঈশ্বর আসনে প্রতিস্থাপন করলাম।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ। কিন্তু ভুল বানানের কারনে কবিতার অর্থটাই বদলে গেছে। এটা যদি ঠিক করে নিতেন তাহলে অন্যরকম ভালো মানের কবিতা হতে পারতো আমার মতে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,আপু
ঠিক করে নিব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
আরজু মুক্তা
কবিতা ভালো লেগেছে।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছুঁয়া
হাজারো চোখ,
শত-সহস্র স্বপ্নের অপঘাতে মিত্যু…..
ঠিক রাত্রি যখন মধ্যভাগ
সুখ তখন ছিবলে খায় শুকুন…….
অনেক শুভ কামনা রইল কবি তন্নী আপু
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ভালো থাকবেন।
হালিম নজরুল
পৃথীবীর শুদ্ধতম ভালবাসা
কোঠা বাড়ীর প্রতিটি ইটের গাথুনিতেই গাথা……
কোঠা বাড়ীর ঘুঙ্গুর জানে,
তার ঝংকারে কত না পাওয়ার যন্রনা সুর তোলে……
————আমার কাছে চুম্বক অংশ।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভ কামনা আপনার জন্য।
রেহানা বীথি
সুন্দর লিখেছেন। কয়েকটা টাইপিং মিসটেক আছে, সেগুলো একটু খেয়াল করবেন।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ঠিক করে নিবো।
সুপায়ন বড়ুয়া
ভালো লাগলো।
শুভ কামনা।
ফয়জুল মহী
সুপাঠ্য,সুশোভন ও শ্রুতিমধুর লেখা।
জিসান শা ইকরাম
” তোমাকে ” লেখা কাব্যিক চিঠি ভালোই হয়েছে।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
ইসিয়াক
কবিতায় ভালো লাগা।
শুভসন্ধ্যা্
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভ কামনা রইলো আপনার প্রতি।