গতকাল এই উঠোনে আমার অভিষেক হলো পেঁয়াজ কাহিনীর মাধ্যমে,আজ অনেক পুরোনো একটা ঘটনাকে নতুন ভাবে একটু তুলে ধরার চেষ্টা আর কি
সন ২০০০ ,স্থান: ঝালকাঠি, সময়: ঠিক মনে নেই
আমার নানু বাড়ি ঝালকাঠিতে,আর নানুর বাসার সামনে অনেক গুলো দোকান ভাড়া দেওয়া ছিলো ,তার মধ্যে অন্যতম ছিলো দুলাল কাকার দোকান, অনেক মজার সব চকলেট তখনকার সময়ে ওই দোকানে পাওয়া যেত,তার এক ভাইয়ের ছেলে ছিলো নাম তার রনি,সে আমাকে অনেক ভালো জানতো,আর আমি তখন একটু উরাধুরা ছিলাম কারো কথা শুনতাম না,সবার চোখ আমার দিকে থাকতো,তো একদিন রনি ভাই আমাকে বললো রাকা তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি বললাম কি কথা ভাই?তখন আমায় বললো তোমাকে কিন্তু ইদানিং সবাই ফলো মি (follow me),আমি প্রথমে ঠিক বুঝলাম না আমি আবার জিজ্ঞেস করলাম কি বললে ভাই?বোঝো নায় তুমি তোমাকে কিন্তু ইদানিং সবাই ফলো মি সো বি কেয়ারফুল, অর্থাৎ আমাকে কিন্তু ইদানিং সবাই তাকে ফলো করে সুতরাং একটু সাবধান,তো আমি শেষের কথাটা বুঝেছিলাম যে so be careful,আমার কষ্টটা আজ পর্যন্ত তাকে আর বলতে পারলাম না, যে আমাকে সবাই কেনো তাকে follow করে ???রনি ভাই কোথায় আছে তা জানিনা!তাই সেই থেকে এই কথার জন্য আমিও রনি ভাইকে follow me
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি
হাহাহা ফলোme এর অবস্থা কাহিল
আহমেদ ফাহাদ রাকা
জি ভাই একদম কাহিল
মাছুম হাবিবী
মাথা গোল্লাইয়া গেল ব্রো
আহমেদ ফাহাদ রাকা
কেনো???
নাজমুল আহসান
সোনেলায় স্বাগতম।
[ছবি মুছে ফেলা হয়েছে]
রনি ভাই কী বলছে আর আপনি কী বললেন, সব আমার মাথার উপ্রে দিয়া গেছে!
আহমেদ ফাহাদ রাকা
হাহা একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন, আসলে সে আমার ভালোর জন্য বলতে গিয়ে ইংরেজি উচ্চারণে ভুল টা করেছিল, follow me না বলে সেখানে follow করে বললেও সঠিক থাকতো,আর সে যদি ভুল টা না করতো তাহলে তো এই কাহিনী আজ লিখতে পারতাম না
সাবিনা ইয়াসমিন
বুঝলাম না কে কাকে ফলো করছে/ করবে। ইংরেজিতে আমি বেদম কাঁচা 🙁
আহমেদ ফাহাদ রাকা
হাহা এখানে আসলে রনি ভাই বুঝাতে চেয়েছিল যে
রাকা তোমাকে কিন্তু ইদানিং সবাই ফলো করে,সে ইংরেজি চর্চা করতে গিয়ে ভুলে বলেছে follow me এই আর কি
জিসান শা ইকরাম
তোমাকে আজকাল সবাই ফলো করে,
এটি না বলে বললো ‘ তোমাকে আজকাল সবাই follow me ‘ করে 🙂 🙂
ভালোই লাগলো,
এমন ভুল না হলে তো রনিকে মনে রাখতে পারতেন না।
অন্যদের লেখা পড়ে মন্তব্য দেয়াওও ব্লগে জরুরী কাজ,
নইলে একসময় আপনার লেখাও অনেকে পড়বে না।
শুভ কামনা।
আহমেদ ফাহাদ রাকা
জি ধন্যবাদ জনাব ♥️♥️♥️
নিতাই বাবু
রনি ভাইয়ের উপদেশ মেনে চলুন! এতে আপনার ভবিষ্যৎ ভালো হতে পারে। যেহেতু রনি ভাই আপনাকে খুবই ভালোবাসতো আর পছন্দও করতো।
আহমেদ ফাহাদ রাকা
তা ঠিক রনি ভাই আমাকে অনেক ভালোবাসতো, আমি বর্তমান নিয়েই পরে আছি, ভবিষ্যতে এই বর্তমানের মতো থাকতে পারলেও সেটা ভবিষ্যতের পথই দেখাবে,আমি অনেক ভালো আছি এটাই তো জরুরী খবর
হিমু ভাই
ঠিকাছে, তাইলে ফলো মি😁
আহমেদ ফাহাদ রাকা
😂😂😂😂 হিমু ভাই ❤️
চাটিগাঁ থেকে বাহার
মজার মজার স্মৃতিচারণ করতে থাকুন…
আহমেদ ফাহাদ রাকা
ইনশাআল্লাহ
আরজু মুক্তা
আহা, বেচারা। ভাষার বারোটা বাজাইছে।
আহমেদ ফাহাদ রাকা
হাহা হাহা
সুরাইয়া পারভিন
হা হা হা হা হা
ফলো করতে থাকুন