তুমি বলে কোন কিছু নেই

নিরব সাগর ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৮:২৬:১০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তুমি ভালবাসোনি বলে আজও

     তোমাকে ভুলে যাইনি।

তোমাকে মনে পড়ে মাঝরাতে

 ঘুমের ঘোরে,দুঃস্বপ্নের মাঝে।

তোমাকে পাইনি বলে আমি

এখনো নষ্ট হয়ে যাইনি।

 তোমার জন্য ভাল আছি।

ভাল থাকার আপ্রাণ চেষ্টা করছি।

তুমি কাছে আসোনি বলে

আমি তো দূরে সরে যাইনি।

তোমার পাশে আছি। কল্পনাতে

হয়তো তোমার পাশেই থাকবো।

তুমি চোখে চোখ রাখনি বলে

আমি তো চোখ বন্ধ করিনি।

তোমার দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে শুধু একবার দেখবো বলে।

তুমি হাতে হাত রাখনি বলে

আমি তো হাত গুটিয়ে নেইনি।

তোমার দিকে হাত বাড়িয়ে আছি একবার বুকে জড়িয়ে ধরবো বলে।

তুমি কথা বলোনি বলে

 আমি তো চুপ হয়ে থাকিনি।

  দুরন্ত পাঁয়ে হেঁটে যাই

তোমার দিকে কথা বলবো বলে।

এতকিছুর পরেও মাঝে মাঝে

 মনে হয় এজীবনে শুধু

আমিই আমার।

তুমি বলে কোনো কিছু নেই,

কখনো ছিলো না।

৫৫৫জন ৪২১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ