
আমার ঘরে তোমার শূণ্যতা নেই;
তুমি থাকার পূর্ণতা ও নেই।
তবে তুমি জেনে নেই তা ভাবনাতে নেই কারণ তুমি আছো আমার মনের ঘরে।
তুমি আমি দুজনে হেঁটে চলেছি; রেললাইনের দুপাশ দিয়ে দীর্ঘায়িত পথ। স্পর্শহীন গন্তব্যহীন অচেনা রথ।
তুমি আছো আমার অন্তরঙ্গে মিশে।
তুমি আমি দুজনে ভেসে চলেছি; বৈঠাহীন পালতোলা নৌকায় । অন্তবিহীন কোন সীমানায় । তুমি আছো আমার কল্পকাশ ভরে ।
তুমি আমি দুজনে স্বপ্ন দেখেছি;
পূর্ণিমার জ্যোৎস্না পূর্ণ রাতে।
জ্যোৎস্না বিলাস এ বসে একসাথে।
তুমি আছো আমার উঠান জুড়ে।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
হুম মনের ঘরে যে থাকে তার শূণ্যতা , পূর্ণতা হয়তো ভাবনাতে আসে না। দারুন অনুভুতি। ভালো থাকবেন
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন,শুভ কামনা রইলো
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । নিখুঁত প্রকাশ
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা।
শুভ কামনা রইল।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসার আবেগের সুন্দর প্রকাশ, ধন্যবাদ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় ।
হালিম নজরুল
তৃতীয় লাইনে কি ভুল আছে?
নিরব সাগর
কি ধরনের ভুল মনে করছেন প্রিয়