
কেউ অনলাইনে নেই!
হে ক্ষণজন্মা সিংহ পুরুষ মুজিব
তুমি বাংলায় জন্মে ছিলে বলে
বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা,
পেয়েছে ফিরে সমগ্র অধিকার স্বাধীকার।
তুমি ছিলে বলে বাঙালি পৃথিবীর বুকে
পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে।
তুমি কভু আপস করো নি অন্যায় অবিচারের কাছে
মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেছ বাঙালির জন্য
পাকিস্তানীসেনাবাহিনীর বুলেটর কাছে,
তোমার অবদান কভু ভুলবার নয়,
তাই তো তোমারে মুজিব
বাঙালি জাতির পিতা কয়।
রচনাকালঃ
১৭/০৩/২০২১
৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
বিনম্র শ্রদ্ধা রইল! শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
জাতির পিতার জন্মশতবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আপনার জন্য ও শুভকামনা। শুভ রাত্রি
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা। তাঁকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না
পপি তালুকদার
বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
লাল সবুজ মানে বঙ্গবন্ধু।
এই মাটি মানে বঙ্গবন্ধু।
সহস্র শ্রদ্ধা রইলো তার পদনতে।