তুমি চলে যেতেই…
গাঢ় পেইন্টে ঢেকে ফেলি দেওয়ালের সব স্মৃতি
কাঁচের জানালা থেকে ধুয়ে ফেলি সে চোখের দৃষ্টি
সন্দেহ ভরা আয়নাটা, একার ঘরে বড়ই বেমানান
দেওয়াল জোড়া আয়নায় দেখি নিজেকে
দেখি খুব সুক্ষ্ন দৃষ্টিতে….
শরীরে কোথাও তার হাতের ছোঁয়া রয়ে গেলো কিনা!
তুমি চলে যেতেই…
সন্ধ্যা দরজায় রাখিনা কোন প্রতিক্ষায় চোখ
মান-অভিমানের পাট চুকিয়ে
বিছানা থেকে সরিয়ে ফেলি গতকালের
ফেলে যাওয়া ঘুম।
একলা, একার বালিশে আঁকি আগামী দিনের স্বপ্ন …..
৪২টি মন্তব্য
তানজির খান
অসাধারণ ছিল শব্দের আর আবেগের গাঁথুনি। ভাল লাগল।
শুভ কামনা রইল
সাঞ্জনা চৌধুরী জুঁথী
ধন্যবাদ। প্রিয়তে আপনাকে রাখে দিলাম… 🙂
তানজির খান
ধন্যবাদ কবি। শুভ কামনা ও বিজয়ের শুভেচ্ছা রইল -{@
ভোরের শিশির
বালিশের নীচে চিরকূট রাখা ছিলো,
চোখের জলে ভেজা স্বপ্নের ছোঁয়ায়
চিরকূটের বর্তমান মুছে গেলো।
সোনেলায় এটা আপনার ১ম পোস্ট। আপনার কবিতার শেষটুকু আগ্রহ জন্ম দিলো, মনে হলো শেষ হয়েও শেষ হয়নি। তাই উপরে তিনলাইন লিখে দিলাম আমার মতো করে।
সোনেলায় স্বাগতম এবং নিয়িমত লিখে ও অন্যের পোস্টে মতামতের সাথে অংশগ্রহণ করুন। শুভেচ্ছা।
-{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
যারা কাঁদতে ভালোবাসে,সে অনুভুতি তাদের উপহার দিয়ে
বেড়িয়ে পরি অজানায়
যেতে যেতে ভাবি, জীবনে অনেক কিছু বাকি
বালিশে আঁকা স্বপ্ন অনুশরন করে
চলে যায় আগামীর পথে….
ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখব। সাথেই থাকুন। লাল গোলাপ আমার চিরদিনের পছন্দ। ধন্যবাদ আবারো…
ভোরের শিশির
চলে আসে আগামীর পথ
স্বপ্নে ভেজা ভবিষ্যৎ,
কান্না আর হাসিতে মুখর
আছে উপহারের যতো পদ…
ফুল আমার পছন্দের একটি। আমার বানান ভুল হয়, আমার বানানে ভুল দেখা দিলে শুধরে দিবেন এবং এখানে মন্তব্য-জবাবে আপনার কিছু বানান বিভ্রাট দেখা দিয়েছে। খেয়াল রাখবেন।
আবারো শুভেচ্ছা। সাথে থাকুন, সোনেলায় থাকুন -{@
শুন্য শুন্যালয়
তুমি চলে যায়না। লাইফ প্রুফ পেইন্টিং এর দেখা আজো মেলেনি। চোখের দৃষ্টি ধুয়ে ফেলা যদি এতই সহজ হতো, বিছানায় হাতের পাট পাট করে গোছানো বিছানার মতো, যদিও কোঁচকানো কিছু ভাঁজ থেকেই যায়। থেকে যায় একটি কবিতা, তুমি চলে যেতেই।
এ আপনার প্রথম লেখা? বাব্বাহ, ভাবছি তবে দ্বিতীয়, তৃতীয় কি আসতে পারে। দারুন কবিতা সাঞ্জনা আপু।
স্বাগতম আমাদের সোনেলা পরিবারে। স্বাগতম ঝগড়া ঝাটি হল্লাহাটির পরে অপার জড়িয়ে রাখা শান্তির বাটিতে। -{@
লেখা চাই আরো আরো।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
আয়াগামী কাল কে দেখেছে! আপাতত দৃষ্টি অন্যদিকে নেবার চেষ্টা মাত্র…আপনাদের পরিবারের সদস্য করে নিবার জন্য অসংখ্য ধন্যবাদ! 🙂
সাঞ্জনা চৌধুরী জুঁথী
আয়াগামী কাল কে দেখেছে! আপাতত দৃষ্টি অন্যদিকে নেবার চেষ্টা মাত্র…আপনাদের পরিবারের সদস্য করে নিবার জন্য অসংখ্য ধন্যবাদ।
মৌনতা রিতু
অসাধারন।ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
শুভেচ্ছা আপনাকেও….ভালো থাকুন। সুস্থ্য থাকুন।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে,
বাহ, বেশ লেখান আপনি।
চাইলেই সব কিছু মুছে ফেলা যায় না,
স্মৃতি লেপ্টে ফেলা আরও কঠিন।
নিয়মিত হন লিখে ও পড়ে, এ কামনা করি।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
হুম, আমি এখানে! আপনাদের পরিবারের সদস্য হতে এলাম।এলাম কিছু শব্দ আর অনুভুতি নিয়ে…আশা রাখি লিখব।
জিসান শা ইকরাম
দুই বছর ছয় মাসের বেশী দিন যাবত আছেন আপনি এখানে
স্বাগতম জানাতে পারছি এখন -{@
ভালো লেখেন আপনি
নিয়মিত লেখুন।
শুভ কামনা।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
সোনেলা ঢোকার চাবিটা হারিয়ে ফেলেছিলাম।আমার অনেক প্রিয় এক বন্ধু হারানো চাবিটা খুঁজে দিল। 😀 আবার সবার কাছে আসতে পেরে ভালো লাগছে।
নিয়মিত লেখার চেষ্টা করব 😀
জিসান শা ইকরাম
নিয়মিত লেখুন
আর আমাদের মত অলেখক যারা আছেন,তাদের লেখাও একটু পড়বেন 🙂 -{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
সোনেলা ঢোকার চাবিটা হারিয়ে ফেলেছিলাম।আমার অনেক প্রিয় এক বন্ধু হারানো চাবিটা খুঁজে দিল। 😀 আবার সবার কাছে আসতে পেরে ভালো লাগছে।
নিয়মিত লেখার চেষ্টা করব
নূরু
চমৎকার কাব্যের জন্য
অসংখ্য ধন্যবাদ কবি।
শুভেচ্ছা জানবেন। -{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
আপনাকেও -{@ গোলাপের শুভেচ্ছা।
মামুন
‘মান-অভিমানের পাট চুকিয়ে
বিছানা থেকে সরিয়ে ফেলি গতকালের
ফেলে যাওয়া ঘুম।
একলা, একার বালিশে আঁকি আগামী দিনের স্বপ্ন …..’ অসাধারণ!! নিঃসঙ্গতা কে চমৎকার ফুটিয়েছেন বলে মনে হলো আমার।অতীতকে ঝেড়ে ভবিষ্যতের স্বপ্নকে লালন করায় ব্যস্ত এক চলমান সময়কে ও অনুভব করলাম। অবশ্য কবিদের ভাবনা আমার মতো ছোটগল্পকারের জন্য অগম্য মনে হয়।
পুরো কবিতাটি কয়েকবার পড়লাম। অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা কবি।
শুভরাত্রি।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
আপনার বোঝার ক্ষমতা দারুন। ধন্য হলাম…অনেক শুভেচ্ছা নিবেন 🙂
মামুন
শুভেচ্ছা আপনার জন্যও অনেক।
আপনার নামের একজন রয়েছেন ‘মনের খোরাক’ গ্রুপে। একপলকের জন্য আমার মনে হলো, তিনি আপনি ই হয়তো।
শুভরাত্রি। 🙂
নীলাঞ্জনা নীলা
“তুমি চলে যেতেই ভাঙ্গলো ঘুম।
অন্ধকারের ভেতর দিয়ে দূর থেকে আসা লাইটপোষ্টের আলোয়
গাঢ় নৈঃশব্দ ঝাঁপিয়ে পড়লো আমার শয্যায়।”
কবি জুঁথি আপনি ভালো লেখেন। সে আমি বহুকাল আগে থেকেই জানি। সোনেলা নীড়ে দু’ বছর পর প্রথম লেখার জন্যে আমার ফুলেল (3
ওহ আরেকটি কথা এতো বিরহ আমার জন্যে? 😀 আর তো কয়েকটা দিন, এই তো চলে আসছি। \|/
ওরে আমার জানুমুনু সেই এলেন! স্বাগতম!! আপনি করে বলছি। কেমন লাগছে শুনে? 😀 :D)
সাঞ্জনা চৌধুরী জুঁথী
..তারপর একদিন
হঠাৎ কোথায় উধাও হলি বলত??
কোন কিচ্ছু না জানিয়ে
কোন হদিস না রেখে
অভিমানে??
না কি ঘর ছাড়া কোন
অজানার টানে…..
আজও ভেবে কুল পাইনা রে…..
🙁
আমি কখনও কবি হতে পারিনি, কবিতা লেখা আমার কাজ না। যা মনে আসে সেই ছাইপাঁশ লিখি।পড়ার অযোগ্য….
😀
বিরহ কারোর জন্য না, ইচ্ছে করে দুঃখ পুষি, সুখে সুখে ফেড আপ… ^:^
তুই আমাকে আপনি বল, এর উপরে কিছু থাকলে সেটাও বল! আমি তোকে তুই বলব, এর নীচে কোন সম্বোধন থাকলে সেটাও বলব :D)
নীলাঞ্জনা নীলা
এতো ভাববার দরকার নেই। জানিস তো এভাবেই হারানোর একটা অভ্যেস আজন্মকালের। এখন তো তবু কমেছে। তবে সত্যি বলছি আর এমন হবে না। না বলে যাবোনা। খুশী? 😀
ঠিক বলেছিস পড়ার অযোগ্য। তাই তো মুখ বন্ধ করে চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখেছি তোর লেখাটা। :p
আমিও সুখে ফেড আপ। চল পালাই। \|/ যাবি?
মনা রে তোকে বলবো আপনি? এলি প্রথম তাই একটু সম্মান দিলাম। তুই-এর নীচে একটা শব্দ বানাবো ভাবছি শুধু তোর জন্যে ;? বেশী বেড়েছিস, খবর আছে 😀
সাঞ্জনা চৌধুরী জুঁথী
তোর ভালোবাসায় লাগাম ছাড়া বেড়ে উঠি \|/ তুই মানেই আমার ধোঁয়া উড়া চায়ের কাপে মিষ্টি মিষ্টি বিকাল।
যখন আজন্মকালের অভাস্যে ফিরে যাস ^:^
বুঝিস কি
কেঊ তোকে অনেক মিস করে ?
এই মুহুর্তে যে ফুলটা ঝরে পড়ল
সেও তোকে মিস করে ভিষন।
সে ফুলের ঘ্রাণে ভেসে যাচ্ছে স্বপ্নের শহর
যেখানে তোর বাস।
ক্রন্দনরত ফুলের পাঁপড়ি গুলো জমা হয়
তোর দরজায়।
কাছে থাক তারাও চাই
তুই এর নীচে শব্দটা জবরদস্ত হবে। ভাবতেই ভালো লাগছে
😀 😀 😀 (3 :D)
নীলাঞ্জনা নীলা
বাব্বাহ! নাহ ঘুম থেকে উঠেই পেয়ে যাবি। খুউব ভালো লাগছে রে ফুল। খুউব -{@ (3
অরুনি মায়া
সোনেলায় পুরাতন সদস্যরা নতুন সদস্যদের স্বাগত জানায় , কিন্তু আমি কি করব ভাবছি ;?
নবীন বরণ নাকি প্রবীন বরণ 🙂
যাই হোক সোনেলায় আপনার প্রথম লেখার জন্য শুভেচ্ছা -{@
সুন্দর কবিতা |
সাঞ্জনা চৌধুরী জুঁথী
এত দিন পর আসার জন্য দুঃখিত ;(
নবীন প্রবীন যাই ভাবেন 🙂 সেটাই…
অনেক অনেক শুভেচ্ছা -{@
ব্লগার সজীব
যে চলে যাবে তার জন্য একটি শব্দও উচ্চারিত হবে না যে চলে যায় সব কিছু পায়ে ঠেলে,অভাগা খুবই সে।প্রথম লেখাতেই আপনার লেখনির শক্তিমত্তার প্রমাণ দিলেন।ধন্যবাদ এত ভালো একটি কবিতা শেয়ারের জন্য। আমাদের পরিবারে স্বাগতম -{@
আপু নিজের কথা না বললে আপনি তো আমাকে চিনতে পারবেন না।আমি হচ্ছি সোনেলার সবচেয়ে জনপ্রিয় ব্লগার।আমার চেয়ে জনপ্রিয় কে আছে? :p আমার নামের উপর ক্লিক করুন,দেখুন আমার লেখা,তাহলেই বুঝবেন আমি কত গিয়ানী আর জনপ্রিয় 😀 আমাকে সবাই পিচ্চি ডাকে ;( আমি কিন্তু মোটেই পিচ্চি না := আমার লেখা পড়লে আমি খুবই খুশী হবো আপু \|/
সাঞ্জনা চৌধুরী জুঁথী
অসংখ্য ধন্যবাদ -{@ আসলে আপনি মোটেই পিচ্ছি না। পিচ্ছি নাম কিভাবে হল কাহিনিটা বলেন কখনো সময় পেলে 😀 অনেক ভালো থাকবেন।
ব্লগার সজীব
আপনিই বুঝলেন যে আমি পিচ্চি না 🙂 আপনাকে ধন্যবাদ {@ কিভাবে কিভাবে জানি বলা আরম্ভ করলো আপু।আমাদের একজন পরী আপু ছিলেন,উনি প্রথম বলা আরম্ভ করলেন 🙁 এরপর সবাই 🙁 –
অনিকেত নন্দিনী
আহা! সত্যি সত্যিই যদি সবকিছুই এমন সরিয়ে ফেলা যেতো তাহলে কত্তো ভালো হতো। আমরা সবাই ভালো থাকতাম, পৃথিবীতে দুঃখ নামের কিছু থাকতোনা।
চমৎকার লেখা! +++
সোনেলায় স্বাগতম। -{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
কখনো সরানো যায় না…সাময়িক প্রচেষ্টা ছিলো মাত্র :p
নগন্য লেখা পড়ার জন্য অসংখ্য -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
অনিকেত নন্দিনী
আরেব্বাপরে!
এত্ত ফুল!!
ধন্য জয়ে গেলাম। 🙂
সাঞ্জনা চৌধুরী জুঁথী
সাবধানে শুধু নিবেন ফুল।
ভুল করে কাঁটা ধরে
যাবেন না কখনও
দূরে সরে :p
তানজির খান
আজ আবার কবিতাটি পড়লাম, মানে পড়তে বাধ্য হলাম।সেদিন কবিতা পড়েছিলাম আর ভেবেছিলাম, আজ অনুভব করলাম এবং অতীত বসন্ত আবার টেনে নিয়ে আসল এ কবিতায়। প্রিয়তে নিলাম কবিতাটি।
সাঞ্জনা চৌধুরী জুঁথী
ধন্য হলাম । জানিনা , কি ভেবেছিলেন ফেলে আসা বসন্তে ! চাইলে আগামী বসন্তের আবছায়া পায়ে হাঁটা পথ মাড়িয়ে নিয়ে যেতে পারি অজানায়…বসন্ত মানেই মিষ্টী মিষ্টি আদর ছোঁয়া বাতাসের প্রতিটি প্রহর।বসন্ত আমাকে বাঁচতে শিখাই।আমি প্রতিদিন হাঁটি হাঁটি পা পা করে বেঁচে উঠি, বেড়ে উঠি কলমিলতার ডগার মতন।ঝির ঝির বাতাসে ভেসে আসে প্রিয় কিছু সুগন্ধ। মনে হয়, কত পরিচিত। যেন মায়ের কোলের গন্ধ, আদরের উষ্ণতা..
অনেক ভালো থাকুন। উষ্ণতায় ভরপুর হোক আপনার শীতের সন্ধ্যা 😀
তানজির খান
অতীত বসন্ত সব সময়ই বর্তমানের দীর্ঘশ্বাস হয়। অবশ্য ব্যাতিক্রম থাকতে পারে তবে তা ব্যাতিক্রম বলেই। আসলে সময়টা চলে গেছে অগোচরে অথবা অবহেলায় বা যন্ত্রণার ফাঁদে আটকা পড়ে।কবিতাটি পড়া মাত্রই নিউরনে অনুরন হয়েছিল। আমার হাত ছিলনা ভাল লাগা থেকে নিজেকে নিবৃত করতে।তাই প্রিয়তে রেখে দিয়েছি লেখাটা।
আপনার জন্যও শুভ কামনা রইল কবি, ভাল থাকুন সব সময়
সাঞ্জনা চৌধুরী জুঁথী
-{@
সাঞ্জনা চৌধুরী জুঁথী
-{@ -{@
শুভ মালাকার
-{@