
সাতসকালে যদি মহুয়ার ফুল ফুটে তবে আমি তোমায় নিয়ে যাব সুকৃতি গ্রামে।
এখানকার মাটি লাল।
নদী বহতা।
আছে গোয়ালভরা গরু।
আছে মাঠভরা শস্য।
সে গ্রামের নরত্তোম ঘোষ ভরদুপুরে দইয়ের ভার কাঁধে নিয়ে এ পাড়া থেকে অন্য পাড়ায় ছুটে বেড়ায়!
মনু মাঝি নদীর কলকল ধ্বনিতে ভাটিয়ালি গান ধরে।
দূরের শালবন থেকে ভেসে আসে রাখালিয়া বাঁশির ভৈরবীরাগ।
এ সুযোগে পাড়ার মেয়ে মতি চুলের খোঁপায় চন্দ্রমল্লিকা গুঁজে।
সর্বাঙ্গে তার ফাগুন হাওয়া।
চোখে মাখে কাজল।
তার এ দু- চোখ গত হওয়া শরতের নয়,
দুরন্ত ফাল্গুনের।
যে চোখের চাহনিতে লুকিয়ে আছে সুনীলের একশত আটটি নীলপদ্ম!
কেবল অপেক্ষা পূর্ণিমার রাতে গায়ে মাখবে সে দোলের আবির।
প্রাঙ্গণে রাখবে আলতো পায়ের চিহ্ন।
প্রজাপতি এসে বসবে তার চুলের খোঁপায়।
তার অনিন্দ্যসুন্দর মুখখানি দেখে শতশত কবিতার জন্ম হবে।
মুগ্ধ হবে বনের সমস্ত হরিণ শাবক!
যাবে তুমি এ সাত সকালে সুকৃতি গ্রামে?
তুমি গেলে মহুয়ার ফুল ফুটবে।
রঙিন প্রজাতি এসে বসবে তোমার গ্রীবায়!
আমি দেবতার পদতল থেকে তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দেবো পবিত্র দোলের আবির।
তুমি কেবল অভিমান ভুলে সম্মতি প্রকাশ করো।
আমি তোমায় নিয়ে প্রণয় প্রার্থী হবো!
…
ছবিঃ সংগৃহীত।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক রোমান্টিক মনোভাবনার প্রকাশ কবি দা ভাল থাকবেন
বেশ কয়েকদিন আপনার লেখা পাঠ করলাম ———
প্রদীপ চক্রবর্তী
আপনি পড়েছেন এ আমার আনন্দ।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি
আমন্ত্রণ নিমন্ত্রণে চমৎকার রোমান্টিকত।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
এতো সব সুন্দরের আশ্বাস পেলে না যাওয়ার তো কোন কারন দেখি না।
দারুণ লিখেছেন ভাই,এক রাশ মুগ্ধতা নিয়ে পড়ে ফেললাম।
প্রদীপ চক্রবর্তী
অফুরন্ত শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
পড়েছেন বলে কৃতার্থ দাদা।
নিতাই বাবু
চমৎকার লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ, দাদা।
সাবিনা ইয়াসমিন
কমেন্ট দিয়ে কি হবে? তুমিতো রিপ্লাই দিতে আসো না 🤔
প্রদীপ চক্রবর্তী
ক্ষমা করবেন, দিদি।
বেশ কদিন থেকে খুবি ব্যস্ত আছি।
শুধু কমেন্ট রিপ্লাই না আপনাদের ভালো ভালো লেখা পড়ছি না এ যেন নিজে নিজেকে ঠকছি।
খানিক সময় পেলে এখানে ছুঁটে আসি।