
কল্পনায় তোমাকে কখনো ভাবিনি
তুমি কেমন হবে
রুপে মোহনীয়, নাকি গুনে মানবীয় ?
শুধু ভেবেছি
অচেনা কেউ আচমকা এসে
আমাকে গুছিয়ে দিবে, রীতিতে নীতিতে,
তীক্ষ্ণ দৃষ্টিতে নজরদারী করবে
বেলা অবেলা, নিয়মিত অদৃশ্য বাঁধনে ।
আর আমি, দিন শেষে বিষন্নতার পিল খুঁজে পাবো
তোমার উষ্ণ হাসিতে ।
১৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কারো সংস্পর্শে এলে হয়তো এমনই লাগে।
অগোছালো আমি’টাকে কেউ গুছিয়ে দিবে অকল্পনীয় ভাবে 🙂
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
মুগ্ধকর কাব্যিক মাধুর্যভরা সৃজন , বিমুগ্ধতা অন্তহীন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
চিনার পাতাটা দেখে মনটা নষ্ট্যালজিক হয়ে পড়ল ভাই। কাশ্মীরের এই চিনার পাতার সৌন্দর্য্য সত্যিই অনন্য……শুভ সকাল কবি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
ওয়াও।
শেষের লাইনটাতে মন ভরে গেলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ হলাম, সুন্দর মন্তব্যে
অনেক ধন্যবাদ ও শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অগোছালো আমিত্বকে গুছিয়ে দিতে এমন কাউকে সবাই খুঁজে। অনুভূতির দারুন বহিঃপ্রকাশ ঘটেছে। বিষণ্ণতার পিল হলো উষ্ণ হাসি, চমৎকার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
বাহ।
অদেখাকে নিয়ে চমৎকার ভাবনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই