
এক.
এই যে এখন,এই বিষণ্ণ সন্ধ্যায়
খুব করে মনে পড়ছে তোমায়!
তুমি কী টের পাচ্ছো সমুদ্র?
টের পাচ্ছো?
আমার অনুভূতিতে তুমি-
কতোটা মিশে আছো!
আমার অস্তিত্বে তুমি-
কতোটা জড়িয়ে গেছো!
তুমি কী টের পাও?
টের পাও?
আমার মনে মগজে মস্তিষ্কে-
সারাদিন ধরে তোমারই ছবি ভাসে!
আমার শিরা উপশিরায় রক্তকনিয়ায়
প্রতিনিয়ত ধ্বনিত হয় তোমারই নাম!
তুমি কী জানো সমুদ্র?
তোমারই অস্পর্শের উষ্ণ আঁচে,
প্রাণহীন নিষ্প্রাণ মন ফিরে পায় স্পন্দন!
দুই.
ভালোবাসি সীমাহীন
ভালোবাসা রঙ বদলায় কিনা জানি না!
ভালোবাসায় মরিচা ধরে কিনা তাও জানি না!
আমি শুধু জানি ভালোবাসি তোমাকে।
দিন যেমন ভালোবাসে সূর্যকে,
রাত যেমন ভালোবাসে চাঁদকে,
উত্তপ্ত মরুভূমি যেমন ভালোবাসে বৃষ্টিকে,
গাছ যেমন ভালোবাসে কার্বন ডাই অক্সাইডকে,
মানুষ যেমন ভালোবাসে অক্সিজেনকে,
আমিও ঠিক তেমনই ভালোবাসি তোমাকে।
দিনের কাছে সূর্যের মূল্য যতোখানি,
রাতের কাছে চাঁদের মূল্য যতোখানি,
মরুভূমির কাছে বৃষ্টির মূল্য যতোখানি,
গাছের কাছে কার্বন ডাই অক্সাইডের মূল্য যতোখানি,
মানুষের কাছে অক্সিজেনের মূল্য যতোখানি,
আমার কাছে তোমার মূল্যও ঠিক ততোখানি।
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সমুদ্রে ঝাপাঝাপি-কাপাকাপি-লাফালাফি করা আনন্দের,
হাঙর থাকে বলেও শুনেছি!!
সুরাইয়া পারভীন
হাঙরে ভয় পেলে কী আর সমুদ্রে নামতাম?
ঐ সব হাঙর টাঙর আমাকে ভয় পায় হু
শিশিরস্নাত কাঠগোলাপের শুভেচ্ছা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এ তো দেখছি রণরঙ্গিনী !!
হালিম নজরুল
“তোমারই অস্পর্শের উষ্ণ আঁচে,”
——–“স্পর্শের” হবে কি?
সুরাইয়া পারভীন
অস্পর্শ
কল্পিত স্পর্শ তাই অস্পর্শ লিখেছি ভাইয়া
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আহারে আপু কত সুন্দর করে আবেগ কে ফুটিয়ে তুলেছেন। যার জন্য এতো ভালোবাসা সেকি তার মূল্য বুঝে? যার জন্য অপেক্ষা সেতো মনে রাখেনি । আপনি অনেক অনেক সাহসী। সাহসের জয় হোক। শুভ সকাল
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা…সাহসীই বটে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
আপু আমার ভালবাসায় কাতর হয়ে আছে
বন্ধু তুমি যেথায় থাক পালিয়ে যেওনা পাছে।
ভাল থাকবেন ভালবেসে।
শুভ কামনায় আছি পাশে।
সুরাইয়া পারভীন
কেউ নেই কেউ নেই যার ভালোবাসায়
আপু আপনার হয়ে যাবে কাতর
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শামীম চৌধুরী
মানুষের কাছে অক্সিজেনের মূল্য যতোখানি,
আমার কাছে তোমার মূল্যও ঠিক ততোখানি।
এখানে একটু দ্বিমত পোষন করছি আপু। অক্সিজেনের মূল্য অপররিসীম। কারো সঙ্গে তুলনা হয় না।
সুরাইয়া পারভীন
কল্পনায় সবই সম্ভব দাদাভাই
পুরো লেখাটায় তো অলীক
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
আবেগের ছড়াছড়ি
সুরাইয়া পারভীন
আবেগ ছাড়া সৃষ্টি কাঠখোট্টা হবে যে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
সীমাহীন ভালোবাসার মুল্য সবাই দিতে পারেনা। লেখায় সমুদ্র ফেনীল প্রেমের উথালপাতাল ঢেউ ধরা দিয়েছে প্রেমিক মনে।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়