শুভ রাত্রী সা দা মা ঠ…..

টাইমপাস //

তুমি কি জীবন টাকে টাইমপাস ভাবো
নাকি টাইমপাস টাকে জীবন?

যদি তাই ভাবো তবে তুমি ভুল করছ!

জীবন টা বড়ো কঠিন
টাইমপাস না!

তুমি জীবন কে উপলব্ধি করো
জীবন তোমাকে আগামী দিন দেবে।

তুমি জীবন কে ভালো বাসতে শিখো
ভালো রাখতে শিখো
জীবন তোমাকে প্রজন্ম থেকে প্রজন্ম দেবে!

তুমি জীবন কে নিয়ে সময় উপযোগী হও
জীবন তোমাকে শিক্ষা জ্ঞান দেবে!

আমি সত্যি বলছি ….
তুমি ভালো থাকবে, যদি জীবন কে ভালোবাসতে শিখাও!

তুমি কাউকে ভালোবেসে টাইমপাস মনে করনা
মনে করোনা টাইমপাস টাকে ভালোবাসা!

তুমি হয়তো টাইমপাস ভাবো
কিন্তু তার কাছে তোমার ভালোবাসা টা চাওয়া পাওয়া
জন্ম মৃত্যু পর্যন্ত!

আমি আবারও বলছি….
জীবন টা বড় কঠিন, টাইমপাস না!

তুমি কি মনে করো এখানেই শেষ, না-
এখনো বহু দূর যেতে হবে!

জীবন তো শুরু হয়েছে মাত্র
বিতর্কের যাত্রায়, আগামীর পদচারনায়!

তুমি কি জানো তোমার টাইমপাস হতে পারে
কারো সারা জীবনের কলঙ্ক।

এখনো সময় বুঝতে শিখো
যাকে তুমি ভালো বাসো তাকে তুমি মমতায় ভরিয়ে দিও!
সে তোমাকে সারা জীবন ভালোবেসে যাবে!

তুমি কি জীবন টাকে টাইমপাস ভাবো
নাকি টাইমপাস টাকে জীবন?

সঞ্জয় মালাকার // একান্তঅনুভূতি।

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।

৯২২জন ৭৮৭জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ