
তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে
একগুচ্ছ শুভ্র শিউলির সুভাষ নিয়ে!
বাড়িয়ে দিলে হাত চেয়ে বন্ধুত্বের অধিকার।
আমিও পারিনি ফিরিয়ে দিতে তোমায়,
কত সহজেই গ্রহণ করলাম তোমার প্রোপোজাল!
তারপর দু’জনেই উঠলাম মেতে-
একে অপরকে জানার নেশায়
আমার প্রতি তোমার কেয়ারিং,মিষ্টি শাসন
বার বার মুগ্ধ করছে আমায়।
আমি অধির আগ্রহে করছি অপেক্ষা-
তোমার মিষ্টি শাসনের।
ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।
মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!
আমাকেই করতে হবে তোমার গাইড।
তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে!
আমার পরম বন্ধু হয়ে,
মুগ্ধতার রেশ বারংবার দিচ্ছো ছড়িয়ে!
বেশ খুশি আমি বন্ধু প্রিয় তোমাকে পেয়ে,
এভাবেই ভালোবেসে শাসনে যতনে আগলে রেখো আমাকে।
২১টি মন্তব্য
কামাল উদ্দিন
এমন বন্ধুত্ব টিকে থাকলে দুনিয়াটা মনে হয় স্বর্গসম
সুরাইয়া পারভিন
ঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ছাইরাছ হেলাল
লেখায় আগলে রাখার ইচ্ছের চুড়ান্ত রূপ দেখা যাচ্ছে।
এত সহজে কী করে লেখেন তাই ভাবছি।
সুরাইয়া পারভিন
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন
এস.জেড বাবু
ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।
মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!
আমাকেই করতে হবে তোমার গাইড।
নিজের টুকু বলেই বড় করে দিলেন বন্ধুত্ব-
জয় হোক বন্ধুত্বের। চমৎকার মিষ্টি লিখা।
শুভেচ্ছা
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
তৌহিদ
ভালোবাসাতো এমনই হয়। এত আবেগ নিয়ে লিখলেন! পড়ে ভালোলাগলো।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো লেগেছে জেনে খুশি হলাম
নিতাই বাবু
অটুট থাকুক সকল বন্ধুত্বের ভালোবাসা। শুভকামনায় আমি এক রিটায়ার্ড প্রেমিক নিতাই বাবু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালোবাসা জানবেন
অনন্য অর্ণব
শরৎ আমার ভীষণ প্রিয়
তাইতো এই শরতে প্রকৃতি তার মহাজাগতিক ঐশ্বর্যের দ্বার খুলে-
আমায় দিয়ে গেলো শ্রেষ্ঠ উপহার।
আমি তার করি আরাধনা ❤️
সুরাইয়া পারভিন
শরৎ আমার ভীষণ প্রিয়
তাইতো এই শরতে প্রকৃতি তার মহাজাগতিক ঐশ্বর্যের দ্বার খুলে-
আমায় দিয়ে গেলো শ্রেষ্ঠ উপহার।
আমি তার করি আরাধনা ❤️
ওয়াও চমৎকার লিখেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়
অনন্য অর্ণব
হুম, এটাই হয়তো হতে পারতো কোন অস্তগামী সূর্যের তীর্যক হাসি। ভালো থাকবেন সবসময় 😍
সঞ্জয় মালাকার
এতটুকুই থাকুক বন্ধুত্বের ভালোবাসা, শুভ কামনা।
তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে!
আমার পরম বন্ধু হয়ে,
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ভালো লাগা অফুরন্ত।
আরজু মুক্তা
প্রেমিক বন্ধু হলে আর কোন কথা নেই। জমবে প্রেম
সুরাইয়া পারভিন
একদম সঠিক
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
মনির হোসেন মমি
বন্ধুর মত বন্ধু হলে জীবন সুন্দর হয়। খুব ভাল লিখেছেন বন্ধুদের নিয়ে। চমৎকার।
সুরাইয়া পারভিন
বন্ধুরা নয় ভাইয়া
একদিন বন্ধু আছে আমার
প্রাণের বন্ধু,, আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুরাইয়া পারভিন
একজন