তুমি আদর্শ পিতা ,,
তুমি পারো বাবা, তুমি পারো
তোমার অশ্রু জল যাবে না ব্যথায়,
তুমি পারো বাবা তুমি পারো
এ – দূর্গম পথ পারি দিয়ে বাঁচাতে আমায়!
তারপরও দেখি এই বাবা-মাকে পেলে দেয় জঙ্গলে, রাস্তাঘাটে, বৃদ্ধাশ্রমে। আবার ঠিকমতো খাবারও দিতে চায় না, অনেকে। আমরা কি মানুষ?
ভালো লাগলো দাদা। শুভকামনা থাকলে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ওভালোবাসা।
দাদা সমাজে কিছু সন্তান এমন করে থাকে, আর এসব যারা বেশী করে থাকে তারা আপনার আমার চেয়ে অনেক বড়লোক,
আমরা ত গরীব বাবা মাকে পেলে কোথা যাই বলেন,
তার সঙ্গে নিয়েই চলি জীবন্তরথে।
আপনার কবিতায় একজন আদর্শ বাবার চরিত্র ফুঁটিয়ে তুলেছেন। সত্যিই বলেছেন, একমাত্র বাবারাই পারে তার সন্তানদের সবার উর্ধে মাথায় রাখতে। বাবার বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিচরন ভূমি। খুব ভাল লাগলো আপনার কবিতা পাঠে। ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
১৬টি মন্তব্য
নিতাই বাবু
তারপরও দেখি এই বাবা-মাকে পেলে দেয় জঙ্গলে, রাস্তাঘাটে, বৃদ্ধাশ্রমে। আবার ঠিকমতো খাবারও দিতে চায় না, অনেকে। আমরা কি মানুষ?
ভালো লাগলো দাদা। শুভকামনা থাকলে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ওভালোবাসা।
দাদা সমাজে কিছু সন্তান এমন করে থাকে, আর এসব যারা বেশী করে থাকে তারা আপনার আমার চেয়ে অনেক বড়লোক,
আমরা ত গরীব বাবা মাকে পেলে কোথা যাই বলেন,
তার সঙ্গে নিয়েই চলি জীবন্তরথে।
দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ বোধময় প্রকাশ পিতা পুত্রের ভালবাসা এরকমী প্রয়োজন কবি দা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেনা সব সময় শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
“বাবা তুমি কতো ডুবা নদী ফাঁড়ি দিয়েছ
শতো কষ্টের মাঝেও আমাকে বাঁচিয়ে রেখেছ, “
আদর্শ পিতারাই সন্তানদের গড়ে।
সকল দু:খ কষ্ট ভুলে।
ভাল লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
আপনিও ভালো থাকবেন দাদা শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
নৈসর্গিক প্রতিভায় নান্দনিক লেখা , পড়ে বিমোহিত হলাম।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
শামীম চৌধুরী
আপনার কবিতায় একজন আদর্শ বাবার চরিত্র ফুঁটিয়ে তুলেছেন। সত্যিই বলেছেন, একমাত্র বাবারাই পারে তার সন্তানদের সবার উর্ধে মাথায় রাখতে। বাবার বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিচরন ভূমি। খুব ভাল লাগলো আপনার কবিতা পাঠে। ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
দাদা কখনো কখনো আমরা ভুলে যাই পিতার আদর্শের কাথা, ভুলে যাই পিতার স্নেহ মমতা আবদ্ধথাকে দিন গুলো।
কারণ আমরা উন্নত সমাজে জ্ঞান হীন হয়ে যাই।
ভালো থাকবেন দাদা শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
বাবারা এমন ই হয়। বাবাকে নিয়ে এমন লেখা খুব ভালো লাগলো দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
বাবারা তো এমনি হয়। সব বাবারা ভালো থাক
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি কৃতজ্ঞতা, সুন্দর মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
রেজওয়ানা কবির
তুমি পার বাবা,তোমাকে পারতেই হবে কেননা তুমিতো বাবা।বাবারা সব পারে।শুভকামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ভালোবাসা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।