তুমি আদর্শ পিতা

সঞ্জয় মালাকার ১৭ আগস্ট ২০২০, সোমবার, ০৩:২৬:৫০পূর্বাহ্ন এদেশ ১৬ মন্তব্য
  • …এদৃশ্য যায়না ভুলা
  •     এ-তো আমাদের অস্তিত্বের দ্বারা
  • এ-দৃশ্য হয়েছে পিতা পুত্রের অরণ্য আরাধনা?
  •               
  •           তুমি আদর্শ পিতা  ,,
  •    তুমি পারো বাবা, তুমি পারো
  •           তোমার অশ্রু জল যাবে না ব্যথায়,
  •    তুমি পারো বাবা তুমি পারো
  •            এ – দূর্গম পথ  পারি দিয়ে বাঁচাতে আমায়!
  •     তুমি পারো বাবা, তুমি পারো
  •        তোমার অশ্রু জল যাবে না ব্যথায়!
  •    আমি আগামী প্রজন্ম কে বলি বাবা
  •            তোমার এ- দৃশ্য দেখে যেনো শিক্ষা পায়,
  •    তুমি পারো বাবা, তুমি পারো
  •            তোমার গল্পটা যে ওখানেই শেষ নয়!
  •     তুমি পারো বাবা, তুমি পরো
  •             তোমার অশ্রু জল যাবে না ব্যথায়,!
  •     বাবা, তুমি-যে জীবন যুদ্ধে হয়েছ জয়ী
  •              বাবা তোমার জন্যই তো আমি বেঁচে আছি!
  •     তুমি পারো বাবা, তুমি পারো
  •            তোমার অশ্রু জল যাবে না ব্যথায়! 
  •    
  •     বাবা তুমি কতো ডুবা নদী ফাঁড়ি দিয়েছ
  •            শতো কষ্টের মাঝেও আমাকে বাঁচিয়ে রেখেছ, 
  •      আমি দেশ কে বলি বাবা যেনো সত্যের সন্ধানে চলে
  •           এ-দৃশ্য দেখে মুক্তির সন্ধান খুঁজে!
  •      তুমি পারো বাবা, তুমি পারো
  •            তোমার অশ্রু জল যাবে না ব্যথায়া!
  •      ছবি ও লেখা-২০১৭ সালে। 
১০৭৩জন ৯২৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ