
প্রিয় বাদল,
কিছু প্রিয় মুহূর্ত মস্তিষ্কে গেঁথে নিয়ে একটু একটু করে বেঁচে থাকার নামই যদি হয় ভালো থাকা, তবে আমি খুব ভালো আছি। এতোটা ভালো কেউ থাকতে পারে কিনা জানি না!
কিছু প্রিয় স্মৃতি হৃদয় ফ্রেমে বন্দী করে, প্রতিনিয়ত তা রোমন্থন করে একটু একটু করে ভালো থাকার নামই যদি হয় সুখে থাকা, তবে আমি খুব সুখে আছি। আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই।
তুমি কষ্ট পেও না এই ভেবে যে আমি ভালো নেই। তুমি মন খারাপ করো না আমি কষ্ট পাচ্ছি ভেবে। বিশ্বাস করো আমি ভালো আছি, খুব খুব খুব ভালো আছি! ভুল সুখে নয়, সঠিক সুখেই সুখী আমি।
তোমাকে ভালোবেসে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে রেখে, তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে বেশি সুখের আর কিচ্ছু হতে পারে না আমার কাছে। কিচ্ছু না।
তোমার ভালোবাসা আমায় ভালো থাকতে শিখিয়েছে। তোমার কেয়ারিং আমায় যত্নশীল করে তুলেছে। তোমার অপেক্ষা আমায় ধৈর্য্য ধরতে শিখিয়েছে। এই এক জীবনে আর কি চাই বলো! এই তুমিও ভালো থেকো কেমন! খুব ভালো থেকো, নিজের যত্ন নিও।
ইতি
পুষ্প
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাপ্রে! সবগুলো শিক্ষা একা একাই পুষ্প শিখে নিয়েছে দেখছি।
তা হলে এখন হাট্টিমা টিম তারা সব জায়গায় পাড়ে বড় বড় ডিম্ব!!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা হা
আগে হেসে নেই কেমন!!
হাট্টিমা টিম তারা সব জায়গায় পাড়ে বড় বড় ডিম্ব!!
হা হা হা হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
মননশীল । পড়ে অভিভূত হলাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
পার্থ সারথি পোদ্দার
নস্টালজিয়ায় যদি ভাল থাকা যায়,মন্দ কি!
ভাল লাগল,আপু।সুন্দর চিরকুট।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইসিয়াক
চমৎকার চিঠি প্রিয়জনের জন্য। আসলে যাকে মন থেকে ভালোবাসা হয় তার জন্য সারাজীবনই মঙ্গল কামনা করতে মন চায়। ভালোবাসা যে এমনই।
ভালো থাকুক পুষ্প ,ভালো থাকুক বাদল।
আপনিও ভালো থাকুন আপু্।
নিরন্তর শুভকামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
যে কোন ভাবে ভালো থাকতে পারলেই ভালো
সুরাইয়া পারভীন
একদম তাই
ভালো থাকাই মূখ্য বিষয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
সুপায়ন বড়ুয়া
ভালো থাকা ও ভালো থাকতে দেয়া
এইটা একটা আর্ট।
আপনার চিঠিটা ও ভাল লাগলো আপু
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
বাহ! এমন অনুভূতির প্রকাশ কতজনে করতে পারে! ধন্য আপনি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। কারো ভালোবাসা, কেয়ারিং, অপেক্ষা যে একাকী জীবনটাকে পরিপূর্ণ করতে পারে এভাবে জানা হলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগময় চিঠিতে অনেক ভালোলাগা ছোট আপু।
এভাবেও ভালো থাকা যায়।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
আবেগী লেখাটি হৃদয় ছুঁয়ে গেলো, ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু।
আরজু মুক্তা
চিঠি মানে মনের জানালায় বসে বসে অনবরত কথা বলা
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়