তার অন্তিম যাত্রা!

বোরহানুল ইসলাম লিটন ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ০৭:৪৮:২৬পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

ভীষণ কাতর,
অন্তরের কষ্ট তার –
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো ধড়ফড়ে!
মাটির একটা ভাঙা থালা সামনে রেখে
গভীর নিশীথে বসে আছে একা
আশাময় এক নির্জন প্রান্তরে
জ্যোৎস্না পান করবে বলে
কোজাগরীর আলো মেঘে ঢাকা
বিক্ষিপ্ত ভাবনাগুলো অকূলের হাল ভাঙা তরী
সয়েও ক্ষুধার্ত স্বপ্নের দৃষ্টি স্থির ওই দূর আকাশে।

হঠাৎই নিষ্পলক দু’চোখ তার চকচক করে উঠলো –
মেঘের আড়াল থেকে পূর্ণ যৌবনা নারীর
হাস্যজ্জ্বল রূপালী ললাটের মতো চন্দ্রিমা
উঁকি দিচ্ছে দেখে।
আর কষ্ট নয়
অবসান
হাত বাড়ালো থালার দিকে
তারপর ——

হৃদয় নিংড়ানো দু’ফোঁটা অশ্রু ধরণীর বুকে রেখে
ধীর পদে হেঁটে চললো উত্তাল অনন্তের পথে –
তবুও কাউকেই বললো না
এরই মধ্যে তার থালায় ঘুমিয়ে পড়েছে চুপিসারে
স্পন্দন হারা এক তৃষ্ণার্ত চকোরের প্রাণ!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৫১৮জন ৪২৫জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ