তবে তাই হোক,
আর কোন দ্বিধা না থাক,
কেটে যাক সকল জড়তা,
স্পষ্ট হোক কন্ঠস্বরে,
বাধাহীন উচ্চারনে,
উচ্চারিত হোক সেই-
চিরায়ত শব্দমালা-
ভালবাসি ভালবাসি।
তবে তাই হোক
আর নয় কবিতায়
ইনিয়ে বিনিয়ে
তিলকে তাল বানিয়ে বলতে চাওয়া।
আর নয় অপেক্ষা
চন্দ্রভূক অমাবশ্যা থেকে
শুক্লপক্ষের পূর্নতিথি পর্যন্ত দিনগোনা।
কি হবে সমগ্র ভিসুভিয়াস
বুকে জ্বালিয়ে রেখে?
কি হবে গায়ত্রী হিমবাহ ‘র খরস্রোতা
জলরাশি দু ‘চোখে বইয়ে দিয়ে?
আদিম ইচ্ছে গুলোকে সরিয়ে দিয়ে
পূতঃপবিত্র নিজেকে তোমায় দেবো বলে
কি আর হবে নিজেকে উপোসী রেখে?
কিছুই তো টানেনা তোমাকে আমার দিকে! আমার অক্ষম কবিতা, বুকের অনল
কিম্বা চোখের ঝরণা?
অথবা নিজেকে নিখাদ গিনি বানিয়ে
অনিঃশ্বেষ অপেক্ষা!
তবে তাই হোক
এবার তবে নির্লজ্জই হই কিছু
ভালবাসাও তো যুদ্ধের মতোই
যুদ্ধ আর ভালবাসায়-
সবইতো বৈধ বলেই জানি
তবে তাই হোক এবার
যতখানি নিঃশ্বাষ বুকে ধরা যায়,
ততোখানি উজাড় চিৎকারে –
বলবো সেই অমিয় ভাষন
ভালবাসি ভালবাসি।
২৫টি মন্তব্য
ইনজা
বেশ সুন্দর ও সাবলীল লিখণীতে প্রেমময় কাব্য, ভালো লাগা রইল।
সালমা আক্তার মনি
ইনজা ভাইয়া অনেক ধন্যবাদ। সাথে থাকবেন সবসময়।
শুভ মালাকার
স্পষ্ট হোক কন্ঠস্বরে,বাধাহীন উচ্চারনে,উচ্চারিত হোক সেই-চিরায়ত শব্দমালা-ভালবাসি ভালবাসি।তবে তাই হোক
অনেক কিছুই বলেছেন আপনি, খুব ভাল লাগল।
ভাল থাকবেন।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপনাকেও। ভাল থাকবেন।
ইকবাল কবীর
ভালো লিখেছেন অনেক। ভালো থাকবেন।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, আপনিও ভাল থাকবেন।
লীলাবতী
কিসের অপেক্ষা, কিসের ইনিয়ে বিনিয়ে বলা? যুদ্ধ আর ভালবাসায়-সবই বৈধ। এবার বলা হবে ভালবাসি ভালবাসি। ডাইরেক্ট একশন 🙂
খুবই ভাল লেগেছে আপু, একদম আমার মনের মত কবিতা। কিন্তু আমি বলার মত কাউকেই খুঁজে পাচ্ছিনা 🙁
সালমা আক্তার মনি
হা হা হা লীলা মন দিয়ে খোঁজ করো, এই পর্বটাই মারাত্মক। ভুল করা যাবেনা। দোয়া রইলো পেয়ে যাবে। তারপর ডাইরেক্ট এ্কশন।
লীলাবতী
আপু আমি যেমন চাই, প্রকাশ্যে সবার সামনে একজন সাহসী যুবক হাতে গোলাপ নিয়ে বলুক ‘ ভালবাসি ভালবাসি’ , তেমন তো পাইনা। সবাই শুধু ইনবক্সে বলে। এরা তো ভীতুর ডিম 🙂
মেহেরী তাজ
লীলা আপু আপনি আবার শুরু করছেন??? ^:^ ^:^
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি ইনবক্সে এত্তো জ্বালায় যখন আপনি কাষ্টমাইজ করে দিননা গো।
তাহলে নিশ্চিন্ত। 🙂
লীলাবতী
নীলাদি, আমার যতদুর মনে পরে আপনার একটি লেখাতে এমন কথাই ছিল। ইনবক্সের যন্ত্রনাটা আপনি ঠিক বুঝতে পারেননি, আমি যা বলতে চেয়েছি। বড় মানুষদের বোঝানো যায় না, একটি ধারণায় স্থির হয়ে থাকলে সে ধারনা আর পালটানো যায় না। তাই আর বৃথা চেষ্টা করলাম না বিষয়টা সম্পর্কে।
আমার জীবন সঙ্গী হোক সাহসী, প্রেম নিবেদন প্রকাশ্যে করতে হবে, কোন গোপন ভাবে নয়। আপনার পরামর্শ মনে থাকবে দিদি। ধন্যবাদ আপনাকে -{@
মোস্তাফিজ আর রাহমান
ভাবুক মনে কতো কিছুইনা উদয় হয়!! তবে গুছিয়ে উপস্থপনা করার ক্ষমতা সবার থাকেনা,
ভালোই লিখেছেন। আরো ভালো লিখেন দোয়া করি। :v
ব্লগার সজীব
ওরে বাবা, এতো দেখছি হাতে তীর ধনুক নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে আছেন আপু 🙂
মেহেরী তাজ
তাই হবে! আপনি যা বলেছেন ঠিক তাই হবে! একটুও এদিক সেদিক হবে না!
কিন্তু বলবো টা কাকে?? ;?
সালমা আক্তার মনি
মন দিয়ে খুৃঁজুন পেয়ে যাবেন। শুভ কামনা রইল।
আবু খায়ের আনিছ
একশন একশন ডাইরেক্ট্র একশন।
সালমা আক্তার মনি
আনিছ ভাইয়া আপনিও! গুনজিও বললেন স্ট্রেটকাট বলে দেবেন ভালবাসি।
আবু খায়ের আনিছ
কবিদের মুখেই শুনেছিলাম, প্রেমে পড়লে নাকি বেহায়া হতে হয়।
দীপংকর চন্দ
জড়তাহীন উচ্চারণে ভালো লাগা থাকছে।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন কবি। অনেক।
//কি হবে গায়ত্রী হিমবাহ ‘র খরস্রোতা
জলরাশি দু ‘চোখে বইয়ে দিয়ে?//
সালমা আক্তার মনি
কখনো কখনো পুরো লেখায় দু ‘একটি লাইন আবার কখনো একটি মাত্র শব্দও লেখাটাকে অন্য মাত্রায় নিয়ে যায়।
তাই দু ‘লাইন ভাল লেগে থাকলেও আমি ধন্য।
অনেক ধন্যবাদ আপনাকে দাদা।
অনিকেত নন্দিনী
তথাস্তু। তবে তাই হোক। 🙂
সালমা আক্তার মনি
শুভ কামনা রইল।
নীলাঞ্জনা নীলা
প্রেম বড়ো মধুর। কিন্তু আবার করলাও। 🙂
সালমা আক্তার মনি
হুম নীলাপু বেশির ভাগ ক্ষেত্রেই করলা।