কেউ অনলাইনে নেই!
আমার মাথা গোঁজানো ঠাঁই নেই,
থাকতাম ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা
শিমুল গাছের নিচে বসে।
জন্মের পর আমার কাছে কেউ নেই
আমার সব তো ছিল ঐ শিমুল গাছ খানি
হঠাৎ এক ঝড় এসে আমার মাথা গোঁজানোর ঠাঁই
টুকুও অনায়াসে কেড়ে আমার ঠাঁই টুকু।
জীবনের সর্বস্ব দিয়ে আঁকড়িয়ে ছিলাম তাকে
জানি না কেন বিধাতা এরূপ করে আমার সাথে
সাত জন্মে আমার কেউ নেই ,
সত্যি আমার কেউ নেই।
যা ছিল তা কাল বৈশাখী ঝড় সব নিয়েছে কেঁড়ে।
আমার সদা দুঃখ আর দুঃখ
সমাজে জীবনে বিরুদ্ধে জীবন
সুখের বিরুদ্ধে সুখ
আমার ঠাই আজ যাযাবরের স্বর্গরাজ্যের মতো।
রচনাকালঃ
১৩/০২/২০২১
৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
দারুণ।।। শুভকামনা নিরন্তর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
বোরহানুল ইসলাম লিটন
সিক্ত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
আরজু মুক্তা
এতোকিছু থেকেও যাযাবরের মতো জীবন।
ভালো লিখলেন।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
পপি তালুকদার
সব কেড়ে নিলেও আত্মবিশ্বাস টা রয়ে গেছে হয়তো আবার সব ফিরে পাবেন নতুন করে।
শুভকামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম আশায় আজও আছি।
শুভকামনা রইল সতত।