টুথপেস্ট বিভ্রান্তি

সুরাইয়া পারভীন ১৪ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৩৭:৪৯অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

বেসিনের আরশিতে আমি আমার বিশ্রী বদন খানি আনমনে দেখছি আর ব্রাশে টুথপেস্ট নিচ্ছি। ব্রাশে পেস্ট নেওয়া শেষ হলো তবুও আমার বদনখানি দেখা শেষ হলো না। দেখছি তো দেখছিই। কি জানি কি এতো দেখছি! যা হোক  আরশিতে তাকিয়ে থেকেই ব্রাশ নিলাম মুখে।

কি হলো! টুথপেস্টের স্বাদ এমন লাগছে কেনো? ভোরে যখন ব্রাশ করলাম তখনও তো ঠিকই ছিলো। সারাদিনে স্বাদ চেঞ্জ। ব্যাপারটা তো অদ্ভুত মনে হচ্ছে! পেস্টের স্বাদ চেঞ্জের রহস্য উদঘাটন করতে হবে দেখছি।

আমি তখনও নিজেকেই দেখছি। এবার দাঁতের সামনের দিকের দিলাম এক ঘোষা।

ওয়াক!! কি বিচ্ছিরি

এবার আরশি থেকে চোখ সরিয়ে ব্রাশের উপর রাখলাম। এ তো দেখছি শুধু স্বাদই বদলে যায় নি রঙও বদলে গেছে। সাদা রঙের টুথপেস্ট হয়ে গেছে গোলাপী!! এ এক অদ্ভুত না না শুধু অদ্ভুত নয় অদ্ভুতুড়ে কান্ড বাপু।

হঠাৎ চোখে পড়লো গোলাপী রঙের মেরিল হ্যান্ডওয়াশ। তারমানে আমি টুথপেস্ট নয় হ্যান্ডওয়াশ লাগিয়ে নিয়েছি ব্রাশে।

ওরে আল্লাহ….

ওয়াক….!!

তারপর আর কি…..

৯৭২জন ৮৭১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ