
এই টাকাটা চলবে না আর ! ঐ টাকাটা অচল !
টাকার আবার পা ‘থাকেনি! কেমনে থাকে সচল?
টাকার জোরে সব পাওয়া যায়? শক্তি কোথায় মেলে?
কাগজখানার বল বেড়ে যায় বলুন তো কি খেলে?
টাকায় বাড়ে বুদ্ধি-বিবেক? টাকায় বাড়ে নাম!
টাকায় হাবি খান হাবিবুর, টাকায় হাদা রাম।
টাকায় আইন টাকায় ফাইন টাকায় হাসি-ফাঁসি,
টাকায় যতি টাকায় গতি টাকায় হাওয়ায় ভাসি।
টাকায় লাফায় ল্যাংড়া বাঁনর,অঢেল মডেল নাচে,
টাকার জোরেই মৃত্যু ঘোরে, টাকায় মানুষ বাঁচে।
৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
একদম!
যে যা বলুক ভাই
টাকার মতো এ যুগে আর
অন্য কিছু নাই।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
আন্তরিক শুভেচ্ছা ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভব কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
টাকার বিকল্প এইজগতে কিছুই নাই ঐজগতে আমলের বিকল্প নাই। শেষ মানুষের কেরামতি ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা অফুরান।
হালিমা আক্তার
টাকায় সব চলে যেমন সত্য। তেমনি টাকা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায় না। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা অফুরান।