
আমারই পথ থেমে গেছে
নিঃশেষ হয়েছে সব উচ্ছাস,
পথিক থেমে যায় হয়ে সাথী-হারা
থামে নাতো কভু পথ।
মহাকালের কাব্যতে লিখেছি অ-কবিতা
স্থির নির্বাক-ভাষাহীনতায়,
রিক্ত দু-হাতে যা ছিলো
এর বেশি দিতে পারিনি তোমায়/
সয়লাব আলোয় হেঁটে চলো আগামীর পথে,
দেখো না পিছু ফিরে,
ইচ্ছে হলে মনে রেখো বন্ধু
আমি ছিলাম তোমারই ছায়া-সাথী হয়ে…
৩৪টি মন্তব্য
তৌহিদ
একে বলছেন অকবিতা তাও আবার মন খারাপ করা লেখা? কারও জন্য জীবন কি থেমে থাকে তবে স্মৃতিরা কাঁদায় কিন্তু!
কাউকে কবিতা উপহার দিলে সে কি আর ভালো না বেসে পারে? কার এত সাহস নাম কন দেখি?
তবে ডিজিটাল আবেগহীন মানুষ নিত্যনতুনের সন্ধানে ছুটে চলেছে। মনে রাখার সময় কই? তবুও ভালোবাসা বেঁচে থাকুক আজীবন।
ভালো লিখেছেন আপু।
সাবিনা ইয়াসমিন
মাঝে মাঝে নিজের উদ্যেশ্য লিখি। কেউ কাউকে মনে না রাখলে নিজেরই নিজেকে মনে রাখতে হয়। বেঁচে আছি এই কথাটা কি ভোলা যায়!
আপনার মন্তব্য সব সময়েই অনুপ্রেরণা দেয়। অনেক ধন্যবাদ তৌহিদ ভাই।
শুভ কামনা 🌹🌹
শাহরিন
মন খারাপ এর কবিতা। তবে মানে টা বুঝতে পেরেছি এটাই বড় বিষয় 🙂
সাবিনা ইয়াসমিন
লেখা সার্থক!
ভালোবাসা সব সময়ের জন্যে ❤❤
নিতাই বাবু
অনেক দিয়েছেন নিশ্চয়! তবুও যদি কারোর না হয়, তো কিছুই করার নেই। আফসোস শুধু এখানেই থেকে যাচ্ছে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
সাবিনা ইয়াসমিন
অনেক দিয়েও যদি না হয়, তাহলে এর চেয়ে বড় আফসোস এর আর কিছুই নেই।
ধন্যবাদ দাদা 🌹🌹
এস.জেড বাবু
সয়লাব আলোয় হেঁটে চলো আগামীর পথে,
দেখো না পিছু ফিরে,
ইচ্ছে হলে মনে রেখো বন্ধু
আমি ছিলাম তোমারই ছায়া-সাথী হয়ে…
এমন সুন্দর হলে আজ থেকে অ-কবিতা ই পড়বো।
শুভেচ্ছা অশেষ
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, আমিও অ-কবিতাই লিখবো। সবাই কবিতা লিখলে অ-কবিতার কি হবে!
ধন্যবাদ বাবু ভাই 🌹🌹
এস.জেড বাবু
নিয়মিত পাঠক হব
শুভেচ্ছা ও শুভকামনা আপনার অ-কবিতার খাতায়।
অনন্য অর্ণব
অ-কবিতা, এমন অ-কবিতাই যে নাড়া দিয়ে যায় নাড়ীর বদ্ধমূলে। পথ ও থাকুক পথিক ও চলতে থাকুক, কেবল আনন্দঘন হোক জীবনের প্রতিটি মুহূর্ত এই কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা রইলো অর্ণব।
আপনার নতুন পোস্টের অপেক্ষা করছি। তারাতারি লিখুন। 🌹🌹
সুরাইয়া পারভিন
কারো অনেক পেয়েও পাওয়া হয় না।
কেউ আবার অল্প পেয়েই তুষ্ট।
চমৎকার উপস্থাপন
সাবিনা ইয়াসমিন
হ্যা, পাওয়া আর চাওয়ার মাঝেই বেঁচে থাকা। কেউ পেয়ে হারায়, কেউ পেয়েও অতৃপ্ত রয়ে যায়।
অনেক ধন্যবাদ সুরাইয়া,
ভালোবাসা নিও ❤❤
প্রদীপ চক্রবর্তী
সয়লাব আলোয় হেঁটে চলো আগামীর পথে,
দেখো না পিছু ফিরে,
ইচ্ছে হলে মনে রেখো বন্ধু
আমি ছিলাম তোমারই ছায়া-সাথী হয়ে…
..
ছায়া-সাথী হয়ে আগামীর পথে উত্তরণ হওয়াটাই উত্তম। রিক্ত হলেও অনেককিছু দিয়েছেন।
সে থাকুক অল্পতে খুশি।
ভালো লাগলো দিদি।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আর শুভ কামনা নিও।
ভালো থেকো 🌹🌹
জিসান শা ইকরাম
পথিক অনেক কারণে থেমে যেতে পারে,
তার হাঁটা পথ কোথাও গিয়ে শেষ হয়ে গেলেও পথিক থামে,
পথের শেষ নেই এটি ভুল কথা।
যে কোনো বাড়ির দরজা পর্যন্তই একটি পথ থাকে, ওটি দরজায়ই শেষ হয়ে যায়।
আপনার ব্যক্তিত্বের সাথে এমন অ-কবিতা মানায় কিনা ভোট নিন সোনেলার পাঠকদের।
চরম দুঃখের একটি লেখা, লেখা হিসেবে ভালো হয়েছে,
তবে আপনি সবাইকে পজেটিভ ভাবনা ভাবতে বলেন, সে হিসেবে এটি আপনার স্বভাব বিরোধী লেখা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
লেখক হতে চাইলে নিজেকে কোনো নির্দিষ্ট ছাঁচে আটকাতে হয় না। লেখায় ভিন্নতা আনতে এমন করে লিখেছি। কারণ,,,,, আমি লেখক হতে চাই।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
আমারই পথ থেমে গেছে
নিঃশেষ হয়েছে সব উচ্ছাস,
পথিক থেমে যায় হয়ে সাথী-হারা
থামে নাতো কভু পথ।
পথ পথের মতো করেই তার নির্ধারিত গন্তব্যের দিকে চলে। বন্ধু!
যা দিয়েছো, যা পেয়েছি, মাথায় করে রাখি শেষতক। এমন অ-কবিতার বাণে তো ঘায়েল হয়ে যাবার পথে গো সখী!
ভালাসা তোমায়।💕💕
সাবিনা ইয়াসমিন
তোমার ভালোবাসা লা-জবাব। এমন করে ভালোবাসো বলেই এই খানে আমার বসত গড়েছি। যা দিয়েছো / দিচ্ছো তার তুল্য কিছু নেই।
ভালোবাসা আর ভালোবাসা নাও ❤❤
কামাল উদ্দিন
…………….কেমন যেন মনটাকে নষ্টালজিক করে তোলে এই পঙতিগুলো। ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সাবিনা ইয়াসমিন
অসংখ্য ধন্যবাদ আর শুভ কামনা কামাল ভাই। পাশে থেকে এমন উৎসাহ দিচ্ছেন বলেই লেখার সাহস পাই। 🌹🌹
কামাল উদ্দিন
সাহস হারানোর কোনও কারণ নেই আপু, আপনি তো অনেক ভালো লিখেন।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, তাইতো!! আমি হলাম দুঃসাহসিক এ্যডভেঞ্চার লাভার কামাল ভাইয়ের বোন, সাহস হারানো আমার চলবেই না 😀😀
ছাইরাছ হেলাল
আমারই পথ চলে গেছে
অ-নিঃশেষ সব উজ্জ্বল-উচ্ছ্বাসে,
না-থামা পথিকের মত,
নক্ষত্র-পল্লীর স্বপ্ন এঁকে এঁকে;
মহাকালের খেড়ো খাতায় লিখে রেখেছি/রাখছি
বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য
স্থির-নির্বাক-ভাষাহীনতায়, দগ্ধ-হৃদয়ের ইতস্ততায়;
নখ-খোঁটা ব্যাকুল হৃদয় কেঁদেকেটে
বসন্ত-চিঠি ছুঁড়েছি, ভালোবাসার শিকড়ে শিকড়ে,
সীমাহীন ভালোবাসার অজস্র সুখে।
তাৎক্ষণিক চোখের পরশে লিখে রাখা
বিকেল ছুঁয়ে যাওয়া কাব্য-কথায়
লটকে দিলাম তিলোত্তমা-হাসি।
**** ভুল করে (ঠিক বুঝতে পারছি না) টুপ করে নিজের লেখা দিয়ে ফেললাম!
পরে না হয় নিজের নাম লিখেটিখেই দেব! শিরোনাম সহ!
সাবিনা ইয়াসমিন
মহারাজ, এখন থেকে আমার লেখাগুলো আগে আপনার কাছে পাঠাবো। আপনি ভুলে নিজের লেখার লাইন আমার লেখায় এ্যাড করবেন, আর আমি হবো সুপারহিট অ-কবি। এমন লেখা গুলো মাথায় রেখে ঘুমান ক্যামনে!
মাহবুবুল আলম
“ইচ্ছে হলে মনে রেখো বন্ধু
আমি ছিলাম তোমারই ছায়া-সাথী হয়ে…” মনে রাখবো। আপনিও মনে রাখবেন। হাহাহাহা! অনেক অনেক ভাললাগা!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, আমিও মনে রাখবো। অবশ্য আপনি মনে হয়না আপনাকে ভুলতে দিবেন। 😀😀
ভালো থাকুন প্রফেসর সাহেব,
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আমারই আবেগ স্মৃতির পথ মাড়িয়ে
ভালবাসা উচ্ছাস পিছু ফেলে
যাও যদি আপন মনে আমায় একাকী রেখে
পথ শেষ হবে নিঃশেষে পথিক বেশে।
এই অকবিতার মাল্যে পরে গলে
স্মৃতি হীন কতক্ষন থাকবে আনমনে,
শুখানুভুতি কাতর গায়ে আমায় হাতড়াবে
না তুমিও কাদবে ক্ষনে ক্ষনে আনমনে সময়ে অসময়ে।
সাবিনা ইয়াসমিন
এই কমেন্ট দিয়ে আলাদা পোস্ট দেয়ার দাবী রইলো মজিবর ভাই। এত সুন্দর লেখা কমেন্ট বক্সে মানায় না। শিগগির পোস্ট দিন।
শুভ কামনা সব সময় 🌹🌹
মোঃ মজিবর রহমান
লেখার প্রেক্ষিতে লিখা আসে, সেখানে পোস্ট অবান্তর। আপনাদের লেখা পড়ে খুব ভাল লাগে সাবিনা আপু। আপনার মন্তব্যের প্রতি ভালবাসা রইল।
আরজু মুক্তা
দুঃখ দিয়ে যেভাবে ভালোবাসা প্রকাশ করা যায়, অন্য কিছুতে মনে হয় যায়না। অ কবিতা ভালো লেগেছে
সাবিনা ইয়াসমিন
একদম আমার মনেরমত কমেন্ট দিলেন!
ভালোবাসা দুঃখের সময়ই ভালোমতো প্রকাশে আনা যায়।
অনেক ধন্যবাদ,
শুভ কামনা সারাক্ষণ 🌹🌹
সৈকত দে
কবিতা টা ছোট। কিন্তু মূলভাবটা মনে হয় অনন্ত কালের..
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সৈকত।
এটা অ-কবিতা, মনের একান্ত অনুভূতি থেকে নেয়া। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹