
তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস।
আমি কোথায় কেমন থাকি
তার কি খবর রাখিস ।
তুই তো এখন সব কিছুতেই
অনেক ভালো থাকিস ।
তোর তো এখনো নিশিত জুড়ে
বরের বুকে বাস।
ধুলায় গড়ি পথপাশে পরি
জীর্ণ শীর্ণ বাস।
তোর তো এখন নিষিদ্ধ জুড়ে
বরের বুকে বাস।
তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।
চোখে জল ভরি বদন গড়ে পরি
আমার হাসি কাঁদন।
তোর তো এখন বরের বুকেও
থাকে বাহুর বাঁধন।
তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।
বিরহের তরে মন গুমড়ে মরে
একলা থাকার ক্ষণ।
তোর তো এখন দিন কেটে যায়
বিরাট ঘরের কোণ।
তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বী বাড়ি।
শূন্য ঘরে ডুকরে মরে সব
আমার আহাজারি।
তোর তো এখন অট্টালিকা
আকাশচুম্বি বাড়ী।
তোর তো এখন বসন্তে দিন
শেষ হয় না ফাগুন।
যন্ত্রণায় মরি কি যে আমি করি
মনের বনে আগুন।
তোর তো এখন বসন্তে দিন
শেষ হয়না ফাগুন ।
তোর তো এখনো রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।
জ্বলছে চিতা আমার নিতাই
পুড়ছে সবিশেষ।
তোর তো এখন রঙের দুনিয়া
দৃষ্টি অনিমেষ।
১৮টি মন্তব্য
নিতাই বাবু
আমি নিতাই যেদিন চিতার আগুনে পুড়ে ছাঁই হয়ে যাবো, সেদিন আমার পৃথিবীর সবকিছুই শেষ হয়ে যাবে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয়।
নিরব সাগর
আমার নিতাই আপনি নন ভাই ।
নিতাই বাবু
নিজেকে নিয়ে ভাবলাম, দাদা।
নিরব সাগর
নিজেকে নিয়ে ভাবা ভালো
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
নিরব সাগর
লজ্জায় ফেলে দিবেন দেখছি।
সুপর্ণা ফাল্গুনী
প্রিয়জন হারিয়ে একা থাকার যন্ত্রণা কত যে কষ্টের তার উপর সে যখন অন্যের বুকে থাকে, সেটা মেনে নেয়া যায় না। ধন্যবাদ আপনাকে
নিরব সাগর
এ যন্ত্রনার কথা কাউকে বলা যায় না।
সুপায়ন বড়ুয়া
ব্যর্থ প্রেমের আহাজারি
আর কতকাল শুনবো
রঙের মাঝে ব্যর্থ নিবাস
আর কতকাল দেখবো।
ভাল লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় । শুভ কামনা আপনার প্রতিও।
হালিম নজরুল
চমৎকার প্রয়াস
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
আলমগীর সরকার লিটন
বাহ সুন্দর গীতিকবিতা মনে হলো
অনেক শুভ কামনা রইল কবি দা———-
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ত্রিস্তান
যে যেতে চায়, তাকে যেতে দেয়াই ভালো। অযথা কেন কারো সুখের ঘরে অসুখ বাঁধানোর চেষ্টা করছেন ? ছাড়ুন তাকে, সামনে এগিয়ে যান- দেখুন আপনার জন্য অন্য কেউ অপেক্ষা করছে।
নিরব সাগর
প্রিয় আপনি মনে হয় একটু ভুল বুঝেছেন। আমি তার সুখের ঘরে কোথাও আগুন লাগালে চেষ্টা করিনি আমি শুধু তার অবস্থান এবং আমার অবস্থান বর্ণনা করেছেন
সাবিনা ইয়াসমিন
ভালো থাকার মানুষেরা আর কারো খোঁজ খবর রাখার প্রয়োজন বোধ করে না। তারা ভালো থাকার জন্যে অকৃত্রিম ভালোবাসাও ভুলে যায়। এটাই বাস্তব। তারা ভালো থাকুক, নিতাই জ্বলে মরলেও তারা দরজা জানালা বন্ধ করে রাখবে, পাছে চিতার ছাঁই দিয়ে যদি তাদের ঘর নোংরা হয়, এই ভয়ে।
সুন্দর লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
অসাধারণ কথা গুলো খুব সুন্দর করে উপস্থাপন করলেন প্রিয় । তারা আসলেই প্রকৃত ভালোবাসা বুঝতে পারে না। তাই তো জানালা দরজা বন্ধ করে সাধারণ ভালোবাসা উপভোগ করে।