
যৌনতায় আমার পঞ্চমুখ সুখ
আমার শরীর মন মগজের রন্ধ্রে রন্ধ্রে যৌনতা
আমার ভীষণ খিদেও পায়,
সকাল দুপুর রাতে- নিয়ম করে খেতে হয় বাঁচার তাগিদে।
তোমরা ল্যাম্পপোস্টে রেডিয়াম বাতি লাগাও
আবার চারদেয়ালের ঘরে খুশবু ছড়িয়ে অপেক্ষা করো-
নীলাভ আলোয় উলঙ্গ দেবালয়ের ক্ষুদার্ত মন্দিরে
রতিরহস্য আবিষ্কারের ব্যর্থ প্রচেষ্টায় নিস্তেজ হও ।
অথচ আমার কেবল একটুকরো অন্নপূর্ণা যোনী
তিলোত্তমা শরীরের নিখুঁত আকর্ষণ – উপজীব্য, কাম
তোমাদের ধৈর্যচ্যুতি; অবাঞ্ছিত স্খলন,
জৈবিক পরিতৃপ্তিটাও ঠিকঠাক দিতে পারো না ।
আমি মুখোশ পরি- রোজ রাতে বের হওয়ার আগে,
মুখোশ পরা সভ্যতার মুখোশ খুলে রাতভর দেখি –
মুখোশের অন্তরালে অসভ্য আদিমতা কতখানি তার
তোমরা কেবলি দেখো- কতটা বুভুক্ষু আমি কতটা নির্ভার।
ফটো : সোনেলা ব্লগ থেকে
৭টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
এভাবেই লোভীরা নির্ভার হয়ে লুটে পুটে খায়। শুভকামনা সবসময়।।
আলমগীর সরকার লিটন
চিৎকার করে বলতে ইচ্ছা হয় ও তারা তোকে ছুঁই
মাটি তুমি নিঠুর বুঝও না মন বাসনা আমি হিংস্র নয়
তবু তোমার স্বার্থে আমাকে পুড়াও;সুনিশ্চিত কলস ভরে
জল দেব-সমস্ত তৃষ্ণার গলা ভেজে যাবে শুধু অক্ষম বল না———
চমৎকার লেখেছেন কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার , নান্দনিক উপস্থাপন। খুব ভালো লাগলো পাঠে। নিরন্তর শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
অসম্ভব উপস্থাপন অনন্য অর্ণব ভাই।
খাদিজাতুল কুবরা
ভীষণ সুন্দর শব্দ চয়ন। এই তো ভোগবাদের দারুণ চিত্র এঁকেছেন।
হালিমা আক্তার
চমৎকার শব্দ শৈলী।
নবকুমার দাস
অসাধারণ সুন্দর