
আষাঢ়ে কথা গুলো মুখউজ্জ্বল
যদি শ্রাবণ মেঘের ঘনঘটা না হয়!
বৃষ্টির পরশে না ভিজাই- তাহলে
আষাঢ়ের গল্প বেঁচে না থাকাই ভাল;
তবু মৃত আষাঢ়ের দিকে চোখ রাঙাই
কারণ এক নাক গন্ধ বিধুর হেমন্ত পাই
শীতের রূপ মাধুর্য খেলা গুলো আজও
স্পর্শে করে সোনালি দুপুরে সূর্য স্ন্যাত !
সন্ধ্যায় বিরহের একাকীত্ব উঠন; আর
জোছনা আঁধারে এতটুকু সুখ পাই!
শিশির জমানো ঘাস ফুলের হাসিতে-
তিলকতমা শহরে জীবিত থাক আষাঢ়।
২৪ ভাদ্র ১৪২৯, ০৮ সেপ্টেম্বর ’২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
যদি আষাঢ়-এ না জোটে কল
কপালে না জোটে ফল
তাতেই কষ্ট নষ্টাল
সুখ নেহারী আদাজল।
তবুও থাকি সুখে ডালে ভাতে সুখেরি আশায়!
আলমগীর সরকার লিটন
আপনার কমেন্টে মুগ্ধতা ছুঁয়ে যাই
অনেক শুভেচ্ছা রইল
কবি মজিবর দা!
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর প্রকৃতির স্নিগ্ধতা কবি দা!
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
কমেন্টে মুগ্ধতা ছুঁয়ে যাই
অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি লিটন দা!
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
প্রকৃতির দারুন ছন্দ আঁকা ছবি। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি হালিমা আপু !
ভাল ও সুস্থ থাকবেন——-