
জলের মাঝে জল
ছন্দে করে খল খল-
পুকুরের মাঝে মাছ
সাঁতার কাটে খল বল!
ব্যাঙের ডাক বর্ষার বাগ
হেমন্ত মাথায় রঙিন ফুল-
মৌমাছি উড়ে বানায় চাক;
এই তো জীবন বেলার ডাক।
ঘাসের বুকে ফড়িংর মেলা
মাটিতে ঘুম ঘুম সারা বেলা-
অরণ্যতে পাখি গানের খেলা
সুখে দুখে দেখো তারার ভেলা;
সবই ভাবো ডাকে ডাকে কাক
এ তো শেষ জীবন বেলার ডাক!
জলের মাঝে জন্ম থাক- সাঁতার
কাটুক মাছ জীবন বেলার ডাক।
১৬ শ্রাবণ ১৪২৮, ৩১ জুলাই ২১
১৭টি মন্তব্য
আরজু মুক্তা
কাক ডাকলেই ভাবি দুঃসংবাদ। অথচ কাক চিৎকার করে প্রথমেই বলো, ভোর হয়েছে ওঠো।
দারুণ কবিতা
আলমগীর সরকার লিটন
জি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালোই লিখেছেন — জলের মাঝে জন্ম থাক- সাঁতার
কাটুক মাছ জীবন বেলার ডাক।
আলমগীর সরকার লিটন
জি আলম দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা । শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
চমৎকার ছন্দময় কবিতা। ভালো লাগলো। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি হালিম আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
রিতু জাহান
বাহ! দারুন ছন্দের খেলা।
মাটিতে ঘুম ঘুম সারা বেলা
বেশ বেশ,,,
আলমগীর সরকার লিটন
জি রিতু আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন।’ জলের মাঝে জল ‘ দারুন লাগলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
আলমগীর সরকার লিটন
জি ফাল্গুনী দিদি
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সৌবর্ণ বাঁধন
সুন্দর ছন্দময় লেখা কবি।
আলমগীর সরকার লিটন
জি বাঁধন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
তৌহিদুল ইসলাম
জীবন এবং প্রকৃতি একই সুতোয় গাঁথা। সবারই একদিন অন্তিম মূহুর্তের অপেক্ষা করতে হয়।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জি তৌহিদুল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–