ছন্দ নিবে বললো নদী
দারুণ কলতান,
ছুটে চলার গতিই পাই
মনের সুখে গান।
নদীর মতো জীবন গতি
যাদের আছে ভাই,
সুখের সাথে দুখের কোনো
সতত জুড়ি নাই।
নদী ছন্দে মন খুশিতে
ভীষণ লাগে ভালো,
স্থির জীবনগুলোয় হলো
তিমির মতো কালো।
জীবনপথে আলোর দিশে
পাই নদীর কাছে,
সুখীজনের সাথেই নদী
ছায়ার মতো আছে।
দারুণ ভাবে ছুটে চলার
নদীর আছে গতি,
জীবন নদে ভাসে যেমন
সুখ দুখের অতি।
রচনাকালঃ
২১/০৭/২০২১
৫+৫/৫+২ মাত্রা বৃত্ত
—————————–
খুলে দাও বিদ্যাপীঠ
জাহাঙ্গীর আলম অপূর্ব
মাগো তুমি বলতে পারো
স্কুল কবে খুলবে
গুরুর সাথে সবাই মিলে
নানা ছড়া বলবে।
কবে থেকে বন্ধ আছে
ওই না স্কুল কলেজ
তাতে কি মা বৃদ্ধি পাবো
সব শিশুদের নলেজ।
ঘরে বসে সময় কাটে
যাই না কভু বেলা,
একা একা করি শুধু
আমি নিজে খেলা।
কি যে করি ভেবে না পায়
বলো না মা কিছু,
জ্ঞানে গুণে রয়েছি মা
এমনি সবার পিছু।
একটা বছর বসে বসে
সময় গেছে কেটে
করোনার ওই সংক্রমণে
সবাই গেছে টুটে।
রচনাকালঃ
২৭/০৬/২০২১
৪+৪/৪+২
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সুন্দর লিখা সতত ভাল লাগল
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।
আরজু মুক্তা
সবারি একি কথা। কবে খুলবেে স্কুল?
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম সবার একটা চাওয়া।।।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
এখ স্কুল খুলে দেয়া উচিৎ — কি যে করি ভেবে না পায়
বলো না মা কিছু,
জ্ঞানে গুণে রয়েছি মা
এমনি সবার পিছু।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
প্রতীক্ষায় কাটে দিন, আবার আসবে সে আনন্দময় দিন।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয়।
শুভকামনা রইল সতত।।।
সুপর্ণা ফাল্গুনী
আবার সবকিছু স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পাবে । ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত