জানিনা কে কেমনে নিবেন

হৃদয়ের স্পন্দন ১ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ১১:২৭:২১অপরাহ্ন বিবিধ ৪০ মন্তব্য

নিলচে চোখে আহবান ফিরিয়ে দেয়া মহাপুরুষের কাজ হতে পারে
আমি বন্য পুরুষ।
আমি যৌনতা খুজি
নগ্ন দেহে শিরায় উপশিরায় খুজি উন্মাদনা।

আমার পুরুষ সত্বা জৈবিক চিন্তায় ভোর হয়ে থাকে ,
তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু তোমার বগলের গন্ধ আমায় উন্মাদ করে তোলে।
আমাকে ফিরিয়ে নিয়ে যায় শত শত বছর আগে
যখন গাছের পাতা পরিধান করতো না নর নারী
আমি এখনো তোমাদের সভ্য নগরীতে
কাপরের নিচে অন্তবাস দেখি
আমি চিরযৌনতা খুজি

৪১৭জন ৪১৭জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ