
কতটা কাছে এলে
তোমার স্বপ্ন দিয়ে ঘিরে দিবে
আমার প্রতিটা মুহুর্ত ~~~।
কতটা উষ্ণতা পেলে
ঝরে পরবে আমার
হৃদয়ে
ভালবাসার বৃষ্টি হয়ে ~~~~।
কতটা বিনয় হলে
তুমি বেধেঁ নিবে আমায়
আচঁলের সুতায় ~~~।
কতটা স্পর্শ করলে
তুমি জেগে উঠবে
সুবাস ভরা বুকে ~~~।
কতটা নিবেদিত হলে
তুমি আমার হবে
জানতে ইচ্ছা করে ~~~।
১৩টি মন্তব্য
কামাল উদ্দিন
হুমম, আগে থেকেই জেনে নিতে চাচ্ছেন, অতোটা কি সহজেই কেউ বলে এসব কথা?
কামরুল ইসলাম
আগে থেকেই বলে নেওয়া ভাল,
জানা থাকবে,
পরে ঝামেলা হবে না ।
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
কামাল উদ্দিন
হুমম, একেবারে সত্য কথা 😀
সুপর্ণা ফাল্গুনী
এভাবে পরিমাপ করে বলা গেলে সত্যিই খুব ভালো হতো। চমৎকার প্রকাশ। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
ফয়জুল মহী
অনুপম,অতুলনীয়
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
দালান জাহান
ভালোবাসা হৃদয়কে তুলতুলে করে দেয়। সুন্দর লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“কতটা নিবেদিত হলে
তুমি আমার হবে
জানতে ইচ্ছা করে ~~~।”
কতটা বিশ্বস্থ হলে
তিনি আপনার হবে
বড় জানতে ইচ্ছে করে।
ভালো লাগলো। শুভ কামনা।
কামরুল ইসলাম
বিশ্বস্ত না হলে তো ভালবাসা জাগে না
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সঞ্জয় মালাকার
কতটা নিবেদিত হলে
তুমি আমার হবে
জানতে ইচ্ছা করে।
তুমি যতটা চাইবে
আমি ততটাই তোমার হবো,
বড় জানতে ইচ্ছে করে।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা