জম্মভুমি (মাদার ল্যান্ড)

আতা স্বপন ২১ মার্চ ২০২০, শনিবার, ১০:৫৭:১৬পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ওগো জননী ! জম্মভুমি
ধন্য এ প্রান, তব পদচুমি।
তোমাতে বিলিন অস্তিত্ব
যত স্বক্রিতা মৌলিকত্ব।
ওগো অপরুপা ! ওগো রানী!
স্বর্গ পুরীর হাতছানি।
প্রকৃতি ভরা আনন্দ হিল্লোলে
মায়ার ছোয়া পলে পলে।
ওগো চিরসবুজ! ওগো যৌবনা!
বিশ্বের বিষ্ময় অনন্যা।
জম্মই গর্ব সদা
ওগো মাতৃভুমি
ধন্য ধন্য আমি
তব পদচুমী।


******************
মাদার ল্যান্ড

ওহ! মাই মাদার ল্যান্ড
আই কিছ ইউর ফুট

ইউ আর নট জাস্ট এ ল্যান্ড
মাই অরজিন, মাই রুট.
ওহ! মাই লাভলী হ্যাভেন
রিয়েলী! ইউ আর নাইছ
প্যালস অফ হ্যাপিনেস
পার্ট অফ প্যারাডাইস.
ওহ! মাই এভার গ্রীন বাংলাদেশ
ম্যাগনিফিসেন্ট বিউটি অফ আরথ
আই ফিল প্রাইড অফ

হিয়ার আই বার্থ.

৯৩৫জন ৮২৫জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ