জমিলার জীবন

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ০৪:২৬:২২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ইছামতী নদীর ধারে ছোট্ট দুখানা ঘর

জলাঙ্গীর ঊর্মিতে ঘর দুখানা করিত যে নড়বড়
স্নান ভোজ করে ওরা ইছার জলতে
ধান নষ্ট, বীজ নষ্ট, নষ্ট ক্ষেতের পর ক্ষেত
আরও নষ্ট জমিলার জীবন সংসার
কেঁড়ে নিল ওর স্বামী সন্তান এক ভাঙনে
নদীর ধর্ম এক কূল ভাঙা
অপর কূল গড়া
এই তো নদীর খেলা
জগৎ জুড়ে গেছে ভরে
ধনী দরিদ্রের ভেলা।
নিঃস্ব হয়ে বিষাদ মনে
বসে ইছার ধারে
দু দন্ড চুপ থেকে জমিলা
কাঁপছে থরথরে
বলছে কোথায় আছে ছৈল স্বামী
দেওনা ওদের ডেকে
দেখব আমি ছৈল স্বামীরে
দুনয়ন ভরে
পতিপুত্র শোকাতুরা জমিলা
বলছে বলছে বারে বারে
 নিংস্ব করে নিয়ে গেছে সব
ইছামতি আমার।
৭৮৮জন ৬৩২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ