একটি ছেলে তার প্রেমিকার “আমি তোমাকে ভালবাসি, তোমাকে মিস করি” এই টাইপ মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে যেত !
এক রাতে প্রেমিকার কাছ হালকা কথা কাটাকাটির পর সে মোবাইল সাইলেন্ট করে দিলো, অনেকগুলো ফোন আসলো, একটি মেসেজ আসলো, কিন্তু সে সেটি না পড়ে ঘুমিয়ে গেল।
…
পরদিন ভোর বেলায় মেয়ের মা’র ফোনে তার ঘুম ভাঙ্গল। মা বললেন, তার মেয়ে গতকাল রাতে এক্সিডেন্টে মারা গিয়েছে।
বাকরুদ্ধ ছেলেটি তখন মেসেজটি চেক করলো। লেখা ছিল —
” প্লিজ, তুমি বাসার সামনে বের হও, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই কাউকে না জানিয়ে এত রাতে বের হয়েছিলাম, আমি এক্সিডেন্ট করেছি, আমার অবস্থা খুবই খারাপ, একবার তোমাকে দেখবো, আই এম সরি….:(”
জীবনে কখনই কোন কিছু Ignore করবেন না..
৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হুম ছোটখাটো অবহেলা বড় কোন পাথর চাপিয়ে দেবার ক্ষমতা রাখে।
নীলাদ্রি
জ্বী সত্যি বলেছেন….
নীলাঞ্জনা নীলা
বাকরূদ্ধ হয়ে গেলাম। সত্যি ঘটনা হলে অনেক বেশী পোড়াবে মন। 🙁
নীলাদ্রি
ধন্যবাদ কষ্ট করে মন্তব্য করার জন্য…
অরুনি মায়া
হুম যে ভূলের মাশুল হয়না 🙁