
ছোট্র পরীর গল্প।
#আলিফ তুই সিগারেট খাওয়া পছন্দ করিস.??
না চাচ্চু সিগারেটের নাম বলো না, আমি এটাকে মনে প্রাণে ঘৃণা করি।
সিগারেট খাওয়া যদি ভদ্রতা হয়, তাহলে একজন রিকসাওয়ালা সবচেয়ে বেশি ভদ্র।
#জন্মের ৪ মাস ভাইয়া ভাবি গ্রামে গেলেন তোকে নিয়ে আমি দৌড়ে গেলাম। তোকে কোলে নেওয়ার জন্য সাথে সাথেই তোর মায়ের কড়া আদেশ। সাবধান! কোন ধুমপান করা ব্যক্তি আলিফের কাছে আসবে না। আমার মেয়ে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। কথাটা শুনে সবাই খুব হাসলো আমি খু্ব লজ্জা পেলাম।
রাগে বললাম ঠিক আছে সিগারেট খাওয়া ছাড়বো না আপনার মেয়েকেও কোলে নেব না।
তার পরদিন সকালে সবাই আলিফকে কোলে নিচ্ছিল আমি চেয়ে দেখছিলাম। সত্যি ছোট বাচ্চারা কত সুন্দর। ছোট একটা পরী আমাকে দেখে হাসছিল, আর ইশারায় কাছে ডাকছিল। বার বার মন চাইছিলো তোকে একবার কোলে নিয়ে আদর করি, কিন্তু সিগারেট খাওয়াটা তো ছাড়তে পারবো না।
মন খারাপ করে বসে আছি, হঠাৎ ভাবি তোকে কোলে দিল। আমি তো মহা খুশি পরী’টাকে কাছে পেয়ে। অবাক কান্ড তোর হাতে আমার সিগারেটের পেকেট, আমার খুব লজ্জা হলো। সিগারেটের পেকেটা ছোট্র পরীর হাত থেকে নিয়ে নিচে ফেলে দিলাম। আর পা দিয়ে ধুমড়ে,মুড়ছে ফেললাম। আর তোকে বুকে জড়িয়ে প্রমিস করলাম জীবনে আর কোনদিন ধুমপান করবো না।
কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি।
#জানিস আলিফ আমি তোর চাচীর সাথে প্রেম করছিলাম ৭ বছর। তারপর বিয়ে তবু সিগারেট নামক নেশাটা ছাড়তে পারিনি, আর তোকে কোলে নেবার লোভে সেটা ত্যাগ করেছিলাম।
বিঃদ্রঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মিস ইউ চাচ্চু।
লেখাঃ ০২-০৫-২০১৮ই।
সুরাইয়া নার্গিস আলিফ।
৩০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! একটু সুন্দর গল্প
ধুমপানের বিরুদ্ধে। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল দাদা।
গল্পটা আমার ছোট চাচ্চু আর আমার ছোট্রবেলার আমার আম্মুর সাথে ঘটে যাওয়া সময়কে নিয়ে।
জ্বী দাদা ভাই, ধুমপানের বিরুদ্ধে নিরব একটা প্রতিবাদ, এটা শরীরের ক্ষতি করে।
সুন্দর মতামতে মুগ্ধ হলাম দাদা।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন দারুন! ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
ভালোবাসা রইল দিদি ভাই।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম দিদি ভাই, ধুমপানের বিষয়ে লেখাটা।
গল্প হলেও লেখাটা সত্যি আমি আর আমার ছোট চাচ্চুকে নিয়ে ঘটনাটা।
ভালো থাকুক, সুস্থ থাকুন দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
সেটা বুঝতে পেরেছি এজন্যই আরো ভালো লেগেছে। কল্পনায় আকাশ পাতাল করা যায় কিন্তু বাস্তবে এমন হিরো সত্যিই মহান আমার মতে। ধন্যবাদ আপু
সুরাইয়া নার্গিস
সত্যি তাই! ঘটনাটা জানার পর আমার গর্ব হয়েছে।
ধন্যবাদ দিদি ভাই।
ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ধুমপানে বিষ পান, এতদিন শুধু তাই-ই জানতাম।
এখন তো দেখছি ধুমপানে দারুন লেখা-পান,
উপস্থাপন খুব সুন্দর হয়েছে।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামতে আপ্লুত হলাম।
ধুমপান করা মানে মৃত্যুকে নিজ থেকে আমন্ত্রন জানানো।
ধুমপান ত্যাগ করা উচিত।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
জিসান শা ইকরাম
বাহ, ছোট্ট পরী আলিফ তার চাচ্চুকে সিগারেট ছাড়িয়েই দিলো।
ছোট লেখা তবে খুব অর্থবহ।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইজান।
সুন্দর মতামতে আপ্লুত হলাম ভাইজান।
জ্বী ভাইজান বড় হয়ে যখন ঘটনাটা জানলাম এখন খুব গর্ব হয়।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, এভাবে সব সময় পাশে থাকবেন।
ভালো থাকেন, সাবধানে থাকবেন।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন
সিগারেটের গন্ধ, ধোঁয়া আমারও অসহ্য
সিগারেট থেকে যদি এমন লেখা বের হয় তবে সিগারেট খাওয়া ভালো😛🙈🙈😛
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ আপু।
আমিও ছোটবেলা থেকে সিগারেট এর গন্ধ সহ্য করতে পারি না।
“সিগারেট থেকে যদি এমন লেখা বের হয় তাহলে সিগারেট খাওয়া ভালো” আপু ভালো লাগলো কথাটা।
ভালো থ্কবেন, সাবধানে থাকবেন।
সুরাইয়া পারভীন
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
ছোট্ট পরীটা আসলেই পরীর মতো কাজ করেছে। সত্যিকারের স্নেহ ভালবাসা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। ছোট্ট পরী সেটা তার উদাহরণ হয়ে রইলো।
★ সিগারেট খাওয়া যদি ভদ্রতা হয়, তাহলে একজন রিকসাওয়ালা সবচেয়ে বেশি ভদ্র ★
কথাটি একদম সত্যি। শতভাগ সহমত।
খুব ভালো লাগলো লেখাটি,
ছোট্ট পরীর জন্যে অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু।
আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম আপু।বড় হয়ে যখন চাচ্চুর কাছে ঘটনাটা জানলাম আম্মুর প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেল।
এখানে আম্মুর অবদান বেশি, খুব গর্ব হয় আমার জন্য চাচ্চু সিগারেট খাওয়া ছেড়েছিলো!
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
সুরাইয়া নার্গিস
সিগারেট খেলে যদি স্বাস্থ্যের উন্নতি না হয়,তাহলে এটা না খাওয়া উওম।
ধুমপান বিষ পান এটা আমাদের সবার জানা, এটাকে মানা উচিত।
তৌহিদ
সিগারেট খাওয়া অভদ্রতা!! কি বলেন??
সাবিনা ইয়াসমিন
হু ভাই আমার এমনই মনে হয়। আমি সিগারেট খোর মানুষ লাইক করি না। বিশেষ করে যারা পাব্লিক প্লেসে এসব করে 🙁
তৌহিদ
হ্যা এটা আমারও অপছন্দ, সবার সামনে আমি নিজে লজ্জা পাই সিগারেট খেতে। অথচ এখনকার ছেলেরা মুরুব্বি মানেইনা।
যাই সিগারেট নিয়ে একটা রম্য পোস্ট দিয়ে আসি।☺
সুরাইয়া নার্গিস
সিগারেট খেলে যদি স্বাস্থ্যের উন্নতি না হয়,তাহলে এটা না খাওয়া উওম।
ধুমপান বিষ পান এটা আমাদের সবার জানা, এটাকে মানা উচিত।
সঞ্জয় মালাকার
সহমত –
বিঃদ্রঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ভালো থাকবেন শুভ কামনা রইলো।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ দাদা।
সহমত পোষন করার জন্য কৃতজ্ঞতা, ধুমপান না করাই উওম।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন দাদা।
কামাল উদ্দিন
শিশুদের কাছে পাওয়াটা অনেক মজার, ওদের কচি মুখ, হাত পায়ের দিকে তাকালে মন ভালো হয়ে যে। এদের জন্য সব কিছু করা যায়………শুভ কামনা জানিয়ে গেলাম আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
শিশুকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ হয়ত খোঁজেই পাওয়া যাবে না।
শিশুদের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর।
আপনার সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম।
আপনার সাথে আমিও একমত, শিশু আমার ভিষন প্রিয়।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
তৌহিদ
ছোটরা অনেক কিছু পারে। ধূমপান যদিও ক্ষতিকর তারপরেও বিফল চেষ্টায় আছি ছাড়ার।
শুভকামনা রইলো।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
অসাধ্য বলে কিছু নেই, একবার মন থেকে সিগারেটাকে ঘৃনা করতে চেষ্টা করুন।
ইনশাল্লাহ্ আপনি সফল হবেন, এটা যদি স্বাস্থ্যের উন্নতি না হয়! তাহলে খেয়ে লাভ কি..
ভালো থাকুন, সাবধানে থাকুন।
হালিম নজরুল
বাহ। শিক্ষণীয় গল্প।