আর হবে ফেরা, সেই ছোট্ট বেলা
আবার কি হবে দেখা ঘুরে গ্রামটা
আবার আসিব আবার আসিব
যতই বলি ততই রচি মনে
আবার আসিব আবার আসিব
দেখা হই না, ফিরে সেই ছোট্ট বেলা।
গেঁয়ো মেঠো পথ, গাছে গাছে সারি
খেতে আছে ধান ও পাট মিতালী
যেথায় আছে সবুজের ছায়াবিথী
আমার জন্ম সেই গেঁয়ো বাড়ি গরুরগাড়ী।
খেলা বাতাস আকাশ আড়াআড়ি
ধান সরষে বাতাসে বাড়াবাড়ি
বর্ষায় আখ খেতে বৃষ্টি ভরা জলে
খেতাম আখ দাঁতের খরচে।
কুইসুরের সুমিষ্ট রসে ভরে গাল
কেটে গেলে চোখে আসত জল।
পাই না, হই না, সেই সুযোগ
ছোলা গাছ পুড়িয়ে খেতাম উড়া।
আর কি হবে খেলা গইলু ধরা
পাটের খড়িতে কাঠালের আটা
গইলু ধরতাম বকুনি খেয়ে
মাইর ছিলো তত পিঠে।
লেখা আগ্রহ দিয়েছে সুরাইয়া পারভীন আপুর লেখা, “আবার ফিরে পেতে চাই সেই ছোট্ট বেলা।”
৩০টি মন্তব্য
আরজু মুক্তা
ফিরে যাওয়া যায় না বলেই ; ফিরে যেতে চাই।
শুভ কামনা ভাই
মোঃ মজিবর রহমান
সে মাঝে মাঝে বেকার সময়ে ডেকেই যাই আপু।
আরজু মুক্তা
তা ঠিক
হালিমা আক্তার
ফিরতে চাইলে যায় না ফেরা। আমার সেই ছোট্টবেলা। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সতিই তাই আপু ার কি ফেরা যায় পিছনে! যাই না।
রেজওয়ানা কবির
জীবনের সেরা মুহূর্তগুলোই আমাদের ছেলেবেলা, যেখানে সাবধানে পা ফেলতে হয় না,যেখানে বাস্তবতার কোন ছাপ থাকে না, সবকিছু অবাধভাবে চিন্তা ছাড়াই চলা যায়, চাইলেও আর ফিরে পাওয়া যায় না সেই ছেলেবেলা।কত স্মৃতি জড়িয়ে আছে এই ছেলেবেলায়।।। আপনার লেখা পড়ে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। শুভকামনা ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আপনার সাথে সহমত আপু।
রোকসানা খন্দকার রুকু
মধুর ছেলেবেলা চাইলেই তাকে ফেরত পাওয়া যায় না। আর যা ফেরত পাওয়া যায় না তাকেই আমরা চরম ভাবে মিস করতে থাকি।।।
মোঃ মজিবর রহমান
সত্যিই তাই।
আলমগীর সরকার লিটন
আমিও তো চাই আবার ফিরে যাই
কিন্তু দীর্ঘশ্বাস যে হাক ডাকে——-চমৎকার কবি দা
মোঃ মজিবর রহমান
চোখ বুযে ভাবুন চলে যাবেন ঘুরে আসবেন অতীত।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ সেইসব সোনালী দিনগুলো মনে পড়ে গেল। এগুলোর মধ্যে অনেক কিছুই আমার ও ভান্ডারে জমা আছে। ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
কাব্যশব্দে পড়তে চাই পাব, ইনশা আল্লাহ।
সঞ্জয় কুমার
ছেলেবেলার সোনালী সময় আর কখনও কি ফিরে আসে !
তবুও ভালো লাগে স্মৃতির সাগরে ভাসতে।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন সঞ্জয় ভাই।
সুরাইয়া পারভীন
ফিরতে পারি না বলেই ফিরে যাওয়ার বৃথাই আস্ফালন করি
সুন্দর লিখেছেন। ভালো থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
আসলে চোখ বুজে সৃতি হাতড়ালে চোখের সামনে চলে আসে আপু।
সঞ্জয় মালাকার
দাদা, সেই ছোট্ট বেলায় আর ফিরে যাওয়া যায়না,
কিন্তু গ্রামটা ঘুরে দেখাযায় সবুজের টান থাকলে।
ভালো লাগলো দাদা, শুভ কামনা //
মোঃ মজিবর রহমান
সেই সময় ার পাওয়া যাই না দাদা, যারা চাকরি করে ছোট প্রতিষ্ঠানে তাঁদের দুইদিন /তিন্দিন ছুটি যেতে আস্তেই সময় শেষ। একটু পিরিতি করে বসে গল্প সময় খুব অভাব।
সাবিনা ইয়াসমিন
যেদিন চলে যায় সেদিন আর ফেরত আসে না, এটাই বাস্তবতা।
মাঝে মাঝে এমন লেখা দিলে আমাদেরও ভালো লাগে মজিবর ভাই। আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আসলেই গত দিন গতই থেকে যাই। জানিনা কয়েক মাস পর এই একটি লিখা লিখতে পারলাম। গিট্টু খোলেই না। ধন্যবাদ পড়ার জন্য।
নার্গিস রশিদ
ছোটবেলা তা সবসময় মধুর।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চাইলেই কী ফিরে যেতে পারি সেই শৈশবে। চমৎকার আকাঙ্ক্ষা — আর কি হবে খেলা গইলু ধরা
পাটের খড়িতে কাঠালের আটা
গইলু ধরতাম বকুনি খেয়ে
মাইর ছিলো তত পিঠে।
মোঃ মজিবর রহমান
না ভাই চাইলেই ার ফিরতে পারিনা। সতত সত্য কথা ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অবিরাম।
তৌহিদুল ইসলাম
শহরের নাগরিক জীবন আমার পছন্দ নয়, একারনেই শহরে থাকলেও সপ্তাহে তিনদিন আমি গ্রামে যাই। স্মৃতি খুঁজে বেড়াই ছেলেবেলায় ফেলে আসা সেই দিনগুলির। আবার যদি ফিরে আসতো সেসব দিন!
শুভকামনা ভাই।
মোঃ মজিবর রহমান
আর আসবে না জানি তবুও হাতড়িয়ে যাই অতীত। ভালো থাকুন ভাই।
দালান জাহান
সুন্দর। নস্টালজিক
মোঃ মজিবর রহমান
হ্যাঁ দালান ভাই, কেমন আছেন? ভালো থাকুন।