
হাসিতে কান্দিতে ছন্দ
খাইতে ঘুমাতে ছন্দ
চলা ফিরা- কথায় নাই ছন্দ
ছন্দ না থাকিলে অন্ধ;
পড়িতে লেখিতে
মারামারি ধরাধরি
খেলা ধুলাই হাটবাজারে
ছন্দ না হলে চলে
মৃত্যুই হলেই বন্ধ।
প্রসাব পায়খানা
স্বামী স্ত্রী সন্তান সন্তাদী
কথায় নাই ছন্দ
ঘরে বাহিরে সহবাসে
বুক জ্বলা পুড়াতেও ছন্দ
কবি সাহিত্যেও চলন্ত
চোখ খুললেই বাঁশিতে ছন্দ
প্রেমের সুখে দুখে ছন্দ উড়ে গন্ধ
সবই যে প্রকাশময় আনন্দ।
১৪ শ্রাবণ ১৪২৮, ২৯ জুলাই ২১
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বাহ! ছন্দের অনেক রকম ব্যাবহার পেলাম ধন্যবাদ কবি দা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মজিবর দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
আরজু মুক্তা
ছন্দ না থাকলেই ছন্দপতন।
কবিতা ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জি প্রিয় মুক্তা আপু সঠিক বলেছেন
ছন্দপতন মানেই মৃত্যু একমত ——-
অশেষ ধন্যবাদ জানাই
হালিমা আক্তার
সম্পূর্ণ জীবন একটা ছন্দের খেলা। কোথাও ছন্দপতন ঘটলে তাল কেটে যায়। জীবন হয়ে ওঠে দুর্বিষহ। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় হালিমা আপু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, ছন্দের অপরূপ ছন্দ মিলানো চমৎকার লেখা — প্রেমের সুখে দুখে ছন্দ উড়ে গন্ধ
সবই যে প্রকাশময় আনন্দ।
শুভ কামনা ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় আলম দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা নিরন্তর ।
তৌহিদুল ইসলাম
ছন্দের তালে চলছে জীবন। যেখানে ছন্দপতন সেখানেই অশান্তি।
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় তৌহিদুল দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
রোকসানা খন্দকার রুকু
বাহ্ সুন্দর ছন্দময় কবিতা। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় রুকু আপু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
সুপর্ণা ফাল্গুনী
জীবন মানেই ছন্দের তালে তালে চলা। ছন্দপতন হলেই জীবনে নেমে আসে অন্ধকার। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় ফাল্গুনী দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হইল ছন্দ
ছন্দপতন হলেই মৃত্যু একমত ——অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-